হোম > খেলা

উৎসবের সঙ্গে নির্বাচনও

ঢাকায় এশিয়ান আর্চারি

স্পোর্টস রিপোর্টার

আগামী ৮ থেকে ১৪ নভেম্বর ঢাকায় বসছে ২৪তম এশিয়ান আর্চারির সবচেয়ে বড় আসর ‘এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ’। ২০২৩ সালে ভারত ও চীনের সঙ্গে বিড তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ। এবারের আসরে মোট ৩০টি দেশ অংশ নিচ্ছে। তবে এই মহাদেশীয় আর্চারি উৎসবের আড়ালে রয়েছে নির্বাচনও।

৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় কংগ্রেসে আগামী চার বছরের জন্য এশিয়ান আর্চারি ফেডারেশনের নতুন কমিটি নির্বাচিত হবে। আর এই কমিটির সভাপতি প্রার্থী হয়েছেন এশিয়ান আর্চারি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য রাজীব উদ্দিন আহমেদ চপল। আজ আসন্ন প্রতিযোগিতা উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

দুই মেয়াদে এশিয়ান আর্চারি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট পদে আছেন চপল। তাকে লড়তে শক্ত প্রতিপক্ষ বর্তমান সভাপতি দক্ষিণ কোরিয়ার ইউসুন চুংয়ের বিপক্ষে। চপল আশাবাদী যে, আসন্ন কংগ্রেসে এশিয়ান আর্চারি ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন আসবে। একই সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ ভালো কিছু উপহার দেবে বলে মনে করেন তিনি।

আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে মোট ২০৯ জন প্রতিযোগী রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে পদকের লড়াইয়ে নামবেন। এর মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯০ জন নারী আরচার রয়েছেন। আসন্ন আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। এবার রোমান সানা, দিয়া সিদ্দিকীরা খেলছেন না। তারা ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশে চলে গেছেন। তাই এবার জোর দিয়ে পদক জয়ের কথা বলতে পারছেন না আর্চারির কর্মকর্তারা। রোমান-দিয়াদের ধরে রাখতে না পারা প্রসঙ্গে রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘কেউ যদি চলে যেতে চায়, তাকে ধরে রাখা যায় না। তাদের ভালো পারফরম্যান্স থাকলে চলে যেত না। যাইহোক, এখানে এ নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আমাদের যে আর্চাররা আছেন, তাদের ভালো সক্ষমতা আছে। তবে আগেই আশা দিচ্ছি না।’

চপল আরো জানান, নতুন তারকা আর্চার তৈরি করবেন তারা। চপল জানান, এবার এশিয়ান কাপ আর্চারিতে যেকোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে বাংলাদেশ। আর্চারির ইতিহাসে সব প্রতিযোগিতা মিলে মোট ৪২টি স্বর্ণ, ৫১টি রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের আর্চাররা। অন্যদিকে, টঙ্গীর যে স্টেডিয়ামে আর্চাররা ট্রেনিং করেন, সেখানকার পরিবেশ অপরিচ্ছন্ন ও ক্রীড়াবান্ধব নয়। এ প্রসঙ্গে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘যেটা বলেছেন, সেটি ঠিক আছে। তবে আমরা পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। মশা নিধনের জন্য যন্ত্র কিনেছি। খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়। আমাদের বেশির ভাগ খেলোয়াড় চাকরিরত। তারপরও প্রত্যেককে আমরা ভাতা দিই।’

ওয়ানডেতে জয়ে শুরু পাকিস্তানের

বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে আকবর

ভারতকে হারানোর অভিন্ন লক্ষ্য কাবরেরার

এনসিএলে ড্রয়ের দিনে মুশফিকের সেঞ্চুরি

জিম্বাবুয়ের ক্রিকেটে বিরাগভাজন মাদকাসক্ত শন উইলিয়ামস

আবারো নিজেকে সেরা দাবি রোনালদোর

একাদশে নেই মেসি-রোনালদো, ইতিহাসের সর্বকনিষ্ঠ ইয়ামাল

আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দলে নেই কোনো চমক

ব্রাজিল দলে এবারও জায়গা হলো না নেইমারের

বেতন বেড়েছে নারী ক্রিকেটারদের