অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমিফাইনালে খেলা নিশ্চিত ছিল আগেই। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুদলের জন্য ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠল আজিজুল হাকিমরা। তিন ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান। আগামীকাল ১৯ ডিসেম্বর দুদলের সেমিফাইনাল ম্যাচটি হবে দুবাইয়ের মাঠে। হারলেও এশিয়া কাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও। তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কাকে ২২৬ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশের যুবারা। জবাবে ৪৯.১ ওভারে ১৮৬ রানে অলআউট হয় লঙ্কানরা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুর দিকেই মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। ৪৪ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর ৪৬ রানের ব্যবধানে তাদের আরো ৪ উইকেটের পতন ঘটে। শেষদিকে হিলমির ব্যাটে হারের ব্যবধান কমায় শ্রীলঙ্কা। তাদের পক্ষে চামিকা হিনাতিগালা ৪১ ও আধাম হিলমি সর্বোচ্চ ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন পেসার ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। সামিউন বাসির ২টি এবং অধিনায়ক আজিজুল হাকিম ও সাদ ইসলাম একটি করে উইকেট পান।
আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের কোনো ব্যাটারও ফিফটির ইনিংস খেলতে পারেননি। উদ্বোধনী জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৮৪ রান তোলেন। এক রানের জন্য ফিফটি পূর্ণ করতে পারেননি আবরার। তার আউটের পর রিফাতও ব্যক্তিগত ৩৬ রানে উইকেট হারান। এরপর ২২ রানের ব্যবধানে ৫ উইকেট হারালে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। এ বিপর্যয়ের মধ্যে আজিজুল ২৯ ও কালাম সিদ্দিকী ৩২ রান করে আউট হন। শেষের দিকে ফরিদ হাসানের ২৯ রানের সুবাদে দলীয় রান দুইশ পার করে লাল-সবুজের জার্সিধারীরা। শ্রীলঙ্কার পক্ষে কাভিজা গামাজে সর্বোচ্চ ৪ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসেন। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে এবং নেপালের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২২৫ (৪৬.৩ ওভার); আবরার ৪৯, রিফাত ৩৬, কালাম ৩২, আজিজুল ২৯, ফরিদ ২৯; গামাগে ৪/৩৮, চামুদিথা ২/১৯।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল : ১৮৬ (৪৯.৫ ওভার); হেনাতিগালা ৪১, হিলমি ৩৯; শাহরিয়ার ৩/২৮, ইকবাল হোসেন ৩/৩৮, সামিউন ২/২৭।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা : ইকবাল হোসেন (বাংলাদেশ)।
সেমিফাইনাল লাইনআপ
প্রথম সেমিফাইনাল : বাংলাদেশ-পাকিস্তান, ১৯ ডিসেম্বর
দ্বিতীয় সেমিফাইনাল : ভারত-শ্রীলঙ্কা, ১৯ ডিসেম্বর