হোম > খেলা

বেসবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

স্পোর্টস রিপোর্টার

ধানমন্ডির রিয়া গোস মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর বর্ণাঢ্য গ্ল্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এবারের আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ নারী বেসবল দল। গত পাঁচবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার নারী দলকে ১১-০২ রানে হারিয়ে তারা পেয়েছে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপের গৌরবের স্বাদ।

জমজমাট ফাইনাল খেলায় দুদলের খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। টানটান উত্তেজনায় ভরপুর এ ম্যাচে বাংলাদেশ পুলিশ দলের দক্ষ পিচার ও ব্যাটারদের অসাধারণ সমন্বয়ে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। খেলা শেষে অনুষ্ঠিত হয় জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান ।

তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা জেলাকে ১৪-০৪ রানে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে জয়পুরহাট বেসবল ক্লাব। আর চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করে ঢাকা জেলা দল।

তিনি বলেন, 'বাংলাদেশের নারী খেলোয়াড়দের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা আমাদের ক্রীড়া অঙ্গনের জন্য আশাব্যঞ্জক। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন নারী বেসবলের উন্নয়নে যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকার নারী খেলোয়াড়দের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।'

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপাচার্য, বিজিএমই বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি; মোহাম্মদ আমিনুল আহেসান, পরিচালক (ক্রীড়া), জাতীয় ক্রীড়া পরিষদ এবং রিয়াজ আহমেদ, সম্পাদক, ঢাকা ট্রিবিউন। তারা বিজয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আফজালুর রহমান। তিনি বলেন, 'নারী বেসবলের এই অগ্রযাত্রা আমাদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। প্রথমবারের মতো পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ায় আমরা গর্বিত। আগামীতেও আমরা নারী বেসবলকে আরও বিস্তৃত করতে চাই, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।'

উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ, ট্রেজারার ফয়সাল হাবিব, নির্বাহী সদস্য আরাফে জাওয়াদ, ফরিদ আহমেদ ও জাতীয় দলের কোচ হিরোকি ওয়াতানাবে, এবং অন্যান্য কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সার্ভিস দল মিলিয়ে ১২টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলোকে আবাসন, খাবার, ইউনিফর্ম, প্রাইজমানি, বেস্ট প্লেয়ার, পিচার, ব্যাটার, রাইজিং খেলোয়াড়, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়সহ, ট্রফি, মেডেল ও নগদ অর্থ পুরস্কারসহ নানা সুযোগ-সুবিধা প্রদান করা হয়।


বিবিএসএ এর পক্ষ থেকে ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণকারী দলগুলোর সুবিধা ও প্রণোদনা আরও বৃদ্ধি করা হবে, যাতে দেশের নারী খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে।

কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর

সড়ক দুর্ঘটনায় সাবেক ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

মেসির গোলের পরও মিয়ামির হার, ফয়সালা তৃতীয় ম্যাচে

প্রথম শিরোপার খোঁজে ভারত-দক্ষিণ আফ্রিকা

টিভির পর্দায় নারী ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

বাবরের চেয়ে এগিয়ে রোহিত

যে সিরিজে মিডলঅর্ডার পুরোই ডিসঅর্ডার!

শেষ ম্যাচ জিতে সিরিজ পাকিস্তানের

আর্সেনালের জয়, ম্যানইউয়ের হোঁচট

মুন্সীগঞ্জে ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার সম্পন্ন