হোম > খেলা

দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে শরিফুল

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়া শরিফুল ইসলামকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশীর চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই পেসার। মিস করবেন পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ।

শনিবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা বলেছেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পায়ের উরুর পেশীতে গ্রেড ওয়ান চোট ধরা পড়েছে।’

‘বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য শরিফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’- তিনি আরো যোগ করেন।

এর আগে শুক্রবার (৩০ মে) রাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করার সময় টান অনুভব করেন শরিফুল। কিছুক্ষণ বসে থাকার পর আবারও বল করার চেষ্টা করেন তিনি। কিন্তু সে সময়ে বুঝতে পারেন, বল করার মতো অবস্থা নেই।

মাত্র ৩ বল করে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার। শরিফুলের চোটের কারণে সিরিজ বাঁচানোর ম্যাচে দল ছন্দ হারায় বলে মন্তব্য করেন লিটন, ‘আমার মতে, যখন শরিফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে যায়। আমরা জানতাম, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই