হোম > খেলা

উত্তাপ ছড়ানো দুই ম্যাচের সাক্ষী সিলেট

বিপিএল

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে জয় পায় চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় ম্যাচেও খেলার ফল এসেছে শেষ ওভারে। এ ম্যাচে চট্টগ্রামের জয় ২ উইকেটের ব্যবধানে। এবারের আসরে প্রথম জয় তুলে নেওয়া নোয়াখালি এক্সপ্রেস ৯ রানের ব্যবধানে হারায় ইনফর্ম রংপুর রাইডার্সকে। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে প্রথম ছয় ম্যাচ হারার পর প্রথম জয়ের দেখা পেল নোয়াখালি এক্সপ্রেস। এর আগে গত আসরে প্রথম ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছিল ঢাকা ক্যাপিটালস।

দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে জয় পায় চট্টগ্রাম রয়্যালস। আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও এসএম মেহেরবের ব্যাটে আসে ১৯ রান করে। তাতে ৯ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রানে থামে রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংস। এছাড়া এবারের বিপিএলে প্রথম খেলতে নামা আকবর আলী ১৬ বলে করেন ১৭ রান। চট্টগ্রাম রয়্যালসের হয়ে আমির জামাল ২৩ রানে নেন তিন উইকেট। দুইটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। দলটির জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দলটির পাকিস্তানি রিক্রুট হাসান নাওয়াজ। ৩৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। মূলত শেষ ওভারে চট্টগ্রামের জয়ের জন্য যে ১০ রানের দরকার ছিল সেটিও আসে তার ব্যাটেই। এতেই মূলত নিশ্চিত হয় চট্টগ্রামের জয়। নাওয়াজের ৩৬ ছাড়াও অধিনায়ক শেখ মাহেদি ২৮ ও আসিফ আলী করেন ২৭ রান। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ১৮ রানে নেন তিন উইকেট।

দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ১৪৮ রানে থামে নোয়াখালি এক্সপ্রেসের ইনিংস। মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে এক বল বাকি থাকতে অলআউট হওয়া নোয়াখালি ম্যাচ জিতবে এমন আশা ছিল না কোন সমর্থকেরই। টানা ছয় ম্যাচ হারের পর ৭ম ম্যাচে এসে শেষ পর্যন্ত নিশ্চিত হয় জয়। নোয়াখালির হয়ে জাকের আলী সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া ৩১ রান আসে সৌম্য সরকারের ব্যাটে। ১৪৮ রানের লড়াকু পুঁজি গড়ার পথে নোয়াখালির তিন ব্যাটার নিজেদের রান পার করেন ৩০ এর বেশি রান। রংপুরের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন।

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইফতিখার আহমেদের ৩৭ ও খুশদিল শাহ ২৪ রান করে রংপুরের জয়ের আশা জাগায়। তবে শেষ ওভারে লক্ষ্য থাকা ১৫ রানের বাধা টপকাতে পারেনি রংপুর। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান তুলে থামে রংপুরের ইনিংস।

আমার দেশ-এর ফ্যামিলি ডেতে ক্রিকেট উৎসব

‘রিশাদ বড় খেলোয়াড় হবে’

মেসির সঙ্গে স্কালোনির বৈঠক, আলোচনায় ফুটবল দর্শন

জাতীয় যুব হ্যান্ডবল শুরু আগামীকাল

মরক্কোর ২২ বছরের অপেক্ষার অবসান, দিয়াজের পাঁচে পাঁঁচ

আর্থিক ক্ষতির চেয়ে জাতীয় মর্যাদা বড়, বলছেন আশরাফুল হক

টিভির পর্দায় মিসর-আইভরি কোস্টসহ আরও যত ম্যাচ

তামিমকে ভারতের দালাল বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা

ভারতের ভিসা না পেয়ে আইসিসির দ্বারস্থ পাঁচ দেশ

‘মোবাইল’ ইস্যুতে ঢাকার নির্বাহীর অভিযোগ