চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। রিশাদ হোসেন দারুণ বোলিংয়ে অল্প রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। রিশাদ ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। রিশাদের দারুণ বোলিংয়ের পর সিরিজ ও ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি আইরিশ ব্যাটাররা। অধিনায়ক পল স্টার্লিং ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। তার ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৩৮ রান। এছাড়া ১৯ রান আসে অভিজ্ঞ জর্জ ডকরেলের ব্যাটে।
বাংলাদেশের হয়ে দাপট দেখান রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। রিশাদের মতো তিন উইকেট শিকার করেন মোস্তাফিজ। তার খরচ ছিল ১১ রানে তিন উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ২১ রানে নেন দুই উইকেট।