হোম > খেলা

লর্ডসের এক টুকরা ঘাসের দাম ৮ হাজার টাকা

স্পোর্টস ডেস্ক

বিভিন্ন কারণেই ভক্ত এবং ক্রিকেটারদের কাছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড পরম আরাধ্য। এবার ঐতিহাসিক এই ভেন্যুর ঘাস কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির এক টুকরা ঘাসের জন্য গুনতে হবে ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার টাকার একটু বেশি। ভেন্যু কর্তৃপক্ষ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের প্রথম সারির গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, লর্ডসের আউটফিল্ডে নতুনকরে ঘাস লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এমসিসি। যদিও পুরনো ঘাসগুলো নষ্ট না করে কাজে লাগাতে চাইছে সংস্থাটি। তাই বিক্রির উদ্যোগ নিয়েছে এমসিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড জানিয়েছে, ‘এই শরতে লর্ডসের আউটফিল্ডের কাজ করা হবে। তাই ভক্তরা লর্ডসের এক টুকরা ঘাস কেনার সুযোগ হয়েছে। এর সংখ্যা খুব কম। ঘাস কেনা যাবে আগামী ২৯ কিংবা ৩০ সেপ্টেম্বর।’

ঘাস বিক্রির মোট অর্থের ১০ শতাংশ এমসিসি ফাউন্ডেশনে জমা থাকবে। বাকি ৯০ শতাংশ অর্থ মাঠের অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা হবে। এমসিসির সদস্য সংখ্যা ২৫ হাজার। তবে চাইলে এমসিসির সদস্যদের বাইরের কেউও লর্ডসের ঘাস কিনতে পারবেন।

এমসিসির সদস্যদের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাঠের উন্নয়ন এবং এমসিসি ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে সব সদস্যকে লর্ডসের এক টুকরা ঘাসের মালিক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এটা এমন একটি ভেন্যু যেখানে দারুণ সব মুহূর্তের জন্ম হয়েছে।’

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই