চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালিস্ট বার্সেলোনা। চলতি আসরে এখনো চেনা ফর্মে দেখা যায়নি কাতালানদের। এবার বেলজিয়ামের ক্লাব ব্রুগার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে আত্মঘাতী গোলের সুবাদে ৩-৩ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল।
বুধবার রাতে বার্সার রক্ষণ স্রেফ চুরমার করে দিয়েছে ব্রুগা। উইঙ্গার কার্লোস ফোর্বস একাই দুই গোল করেন এবং আরেকটি গোলে অ্যাসিস্ট করেন নিকোলো ত্রেসোলদিকে। বার্সেলোনার হয়ে গোল করেন ফেরান তোরেস, ইয়ামাল এবং একটি আত্মঘাতী গোল করেন ব্রুগার ক্রিস্টোস টজোলিস।
ম্যাচের মাত্র ছয় মিনিটেই সবাইকে চমকে দিয়ে এগিয়ে যায় ক্লাব ব্রুগা। ফোর্বসের পাস থেকে দলকে সহজেই এগিয়ে নেন বল ত্রেসোলদিকে, সহজ গোল করে ব্রুগাকে লিড এনে দেন এই জার্মান স্ট্রাইকার। তবে দুই মিনিট পরই ফেরান তোরেসের নিখুঁত ফিনিশে সমতায় ফেরে বার্সা।
১৭ মিনিটের মাথায় আবারও কাউন্টার অ্যাটাকের সুযোগ কাজে লাগিয়ে ফোর্বস নিজেই গোল করে স্কোরলাইন ২-১ করেন। ৬১ মিনিটে ইয়ামালের পাস থেকে লোপেজের ব্যাক-হিল পাসে সমতায় ফেরে বার্সা অতিথিরা। ৬৩তম মিনিটে ফের ব্রুগাকে এগিয়ে নেন ম্যাচের নায়ক ফোর্বস।
৭৭ মিনিটে ইয়ামালের ক্রসে ব্রুগা ডিফেন্ডার ক্রিস্টোস জোলিস আত্মঘাতী গোল করলে আবারও সমতায় ফেরে বার্সেলোনা। এরপর যোগ করা সময়ে রোমিও ভার্মান্ট গোল করলেও ভিএআর সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়।
চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে ব্রুজ। চার ম্যাচে টানা জয়ে যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।