হোম > খেলা

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন হায়দার আলী। এরপরও খবরের শিরোনামে উঠে এসেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। যদিও সেটা মাঠের পারফরম্যান্সের জন্য নয়।

হায়দারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলা এই ক্রিকেটারকে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত করছে ম্যানচেস্টার পুলিশ।

রয়টার্সকে ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, ‘গত ৪ আগস্ট আমাদের কাছে একটি ধর্ষণের অভিযোগ আসে। সে অভিযোগের ভিত্তিতে ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগকারী জানায়- ২৩ জুলাই ম্যানচেস্টটারে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি আপাতত জামিনে আছেন। পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগীর পাশে আছেন।’

এর আগে ইএসপিএনক্রিকইনফো জানায়, কোনো এক অভিযোগে ম্যানচেস্টার পুলিশের তদন্তের মুখোমুখি হয়েছেন হায়দার। প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদ করলেও পুলিশি হেফাজতে রাখা হয়নি হায়দারকে।

ইংল্যান্ডের পুলিশের তদন্তের মুখে হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তদন্তে সম্মান জানানোর পাশাপাশি হায়দারকে আইনি সহযোগিতার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে পিসিবি বলেছে, ‘পিসিবি ম্যানচেস্টার পুলিশের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন এবং সম্মান জানাচ্ছে। সেই সঙ্গে এই তদন্তকে নিজস্ব গতিতে চলার গুরুত্ব স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া চলাকালীন দরকার হলে হায়দারকে সহযোগিতা করা হবে। প্রয়োজনে আইনি প্রক্রিয়া শেষে পিসিবি নিজস্ব নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা