হোম > খেলা

ভারতের ভিসা না পেয়ে আইসিসির দ্বারস্থ পাঁচ দেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কায়। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুকেই বড় করে দেখছে বিসিবি। এ নিয়ে বাংলাদেশের অনড় অবস্থানে বেশ বিপকেই পড়ে গেছে আইসিসি। এ সমস্যার মাঝে টি-টোয়েন্টির এ বৈশ্বিক আসর আয়োজন করতে গিয়ে আরেক জটিলতার মুখোমুখি হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও স্পোর্টস বলছে, চেষ্টা করেও ভারতের ভিসা পাচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটা পাঁচটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা। ভিসা না দেওয়ায় ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে এই পাঁচ দেশের ক্রিকেট বোর্ড। এতদিন এমন সমস্যা পোহাতে হতো কেবল পাকিস্তানের ক্রিকেটারদের। এবার বিশ্বের অন্য দেশকেও একই ঝামেলা পোহাতে হচ্ছে।


প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে বিপাকে পড়েছে ইউরোপের দেশ ইতালি। ফুটবল জনপ্রিয় দেশটিতে ক্রিকেট খেলেন বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী ক্রিকেটাররা। যাদের মধ্যে রয়েছে পাকিস্তানের বংশোদ্ভুত খেলোয়াড়রাও। আর তাদের ভিসা না দিয়ে জটিলতা সৃষ্টি করেছে ভারত।

ইতালির মতো পাকিস্তানি বাংশোদ্ভূত ক্রিকেটাররা খেলেন যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের জার্সি গায়েও। কিন্তু তাদের ভিসা দিতে নিজেদের কঠোর ভিসা নীতি শিথিল করছে না ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে হাতে সময় বাকি মাত্র এক মাস। কিন্তু তারপরও এই পাঁচ দেশের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দেওয়ার কোনো সবুজ সংকেত দেয়নি ভারত।

ভারতের ভিসা প্রক্রিয়া শিথিল করতে আইসিসিকে চিঠি দিয়েছে পাঁচটি দেশের ক্রিকেট বোর্ড। চিঠির অনুলিপি পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেও (বিসিসিআই)। তবে বেশ কয়েকটি কার্য দিবস পেরিয়ে গেলেও এখনো কোনো জবাব দেয়নি বিসিসিআই। এমনকি কিছু বলছে না আইসিসিও।

ভিসা দিতে ভারত গড়িমসি করায় সম্মিলিতভাবে ফের আইসিসি ও বিসিসিআইয়ের কাছে চিঠি পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।

আমার দেশ-এর ফ্যামিলি ডেতে ক্রিকেট উৎসব

‘রিশাদ বড় খেলোয়াড় হবে’

মেসির সঙ্গে স্কালোনির বৈঠক, আলোচনায় ফুটবল দর্শন

জাতীয় যুব হ্যান্ডবল শুরু আগামীকাল

মরক্কোর ২২ বছরের অপেক্ষার অবসান, দিয়াজের পাঁচে পাঁঁচ

আর্থিক ক্ষতির চেয়ে জাতীয় মর্যাদা বড়, বলছেন আশরাফুল হক

টিভির পর্দায় মিসর-আইভরি কোস্টসহ আরও যত ম্যাচ

তামিমকে ভারতের দালাল বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা

উত্তাপ ছড়ানো দুই ম্যাচের সাক্ষী সিলেট

‘মোবাইল’ ইস্যুতে ঢাকার নির্বাহীর অভিযোগ