শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান পেয়েছিল সান্ত্বনার জয়। জয়ের সেই ধারাটা এবার ওয়ানডেতেও বইয়ে নিয়ে গেল স্বাগতিকরা। দুই বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। দারুণ এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডেতে জয় পেলেন শাহীন শাহ আফ্রিদি।
লক্ষ্য ছুঁতে ব্যাট হাতে মাঠে নেমে ফিফটি হাঁকান মোহাম্মদ রিজওয়ান (৫৫) ও সালমান আগা (৬২)। তাদের দুজনের সঙ্গে ব্যাট হাতে দৃঢ়তা দেখান ওপেনার ফখর জামানও (৪৫)। তবে পাঁচ রানের জন্য হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেনি। আর ৩৯ রান আসে সাইম আইয়ুবের ব্যাট থেকে। ৮ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ গড়ে জয়ের বন্দরে পা রাখে পাকিস্তান।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে লহুয়ান ড্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি ককের ফিফটিতে ২৬৩ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াস ৫৭ ও ডি কক ৬৩ রানের দারুণ দুটি ইনিংস উপহার দেন। ম্যাথু ব্রিটজকে ৪২ এবং করবিন বশ ৪১ রান যোগ করেন দলীয় স্কোরে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২৬৩/১০, ৪৯.১ ওভার (ডি কক ৬৩, প্রিটোরিয়াস ৫৭, ব্রিটজকে ৪২ ও করবিন ৪১; নাসিম ৩/৪০ ও আবরার ৩/৫৩)।
পাকিস্তান : ২৬৪/৮, ৪৯.৪ ওভার (সালমান ৬২, রিজওয়ান ৫৫, ফখর ৪৫, সাইম ৩৯; করবিন ২/৩২, এনগিডি ২/৪৬ ও ফেরেইরা ২/৪৬)।
ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সালমান আগা।