হোম > খেলা

যুব হকিতে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-২ গোলে হারিয়ে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন দারুণ ছন্দে থাকা ডিফেন্ডার আমিরুল ইসলাম। তাতে যুব বিশ্বকাপের ছয় ম্যাচে পাঁচ হ্যাটট্রিকসহ তার মোট গোল সংখ্যা ১৮। তাতে যুব বিশ্বকাপে তিনিই হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়া শুরুটা করেছিল বেশ ভালো। তবে পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। উল্টো প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্ণার থেকে গোল আদায় করে নেন দারুণ ছন্দে থাকা আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টার ব্যবধানে দ্বিগুণ করে বাংলাদেশ। এবার আমিরুলের পরিবর্তে হুজাইফা হোসেন। তাতেও গোল বঞ্চিত হয়নি বাংলাদেশ।

প্রথম দুই কোয়ার্টারে গোল পাওয়া বাংলাদেশের যুবারা তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে লিড ৩-০ করে নেয়। পরে আরও একটি সুযোগ পেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি। উল্টো হজম করে একটি গোল। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ কোয়ার্টারে খেলতে নামে বাংলাদেশ। এই কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল। এর আগে রাকিবুল হাসান করেন আরও একটি গোল। তাতে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ৫-১। তাতে বাংলাদেশের জয় একরকম নিশ্চিত হয়ে যায়।

তবে উল্টো তিন গোল হজম করে ম্যাচ ড্রয়ের সম্ভাবনা জাগায় অস্ট্রিয়া। তবে শেষ দুই মিনিট দেখেশুনে খেলায় ম্যাচ আর ড্র হয়নি। ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

কানাডায় ব্রোঞ্জ জিতল অহিদুল-জুমারের

অস্ট্রেলিয়া যুবদলে বাংলাদেশি ফুটবলার আরহাম

৯ জানুয়ারি থেকে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

জোড়া লাল কার্ড, চোট আর রিয়ালের দুঃস্বপ্নের হার

এমবাপ্পে-হালান্ড লড়াইয়ে চমক সেনেগাল

টিভিতে উলভারহ্যাম্পটন-ম্যানইউ ম্যাচসহ আরও যত খেলা

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব

‘বিদ্রোহী’দের ছাড়াই মাঠে গড়াবে ঢাকা লিগ

দুই ফাইফার ও সেঞ্চুরির দিন

অভিষেকেই উজ্জ্বল মোস্তাফিজ