হোম > খেলা

জাঁকজমক উদ্বোধনী দিনেও আছে ফাঁকফোকর

পার্থ রায়, সিলেট থেকে

শহর থেকে লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসার পথে দর্শকদের প্রচণ্ড ভিড়। বিপিএল ঘিরে গত পরশু বিসিবির যত সমালোচনা হয়েছে তাতেও দর্শকের আগ্রহে ভাঁটা পড়েনি একটুও। তাই তো ধারণক্ষমতার পুরোটাই দর্শকে টইটম্বুর। বিপিএলের উদ্বোধনী বিসিবি ছেড়েছিল ১৭ হাজার ৪০০ টিকিট। সবগুলোই বিক্রি হয়েছে এবং দর্শকও এসেছে মাঠে। এমন দর্শক পরিপূর্ণ উদ্বোধনী দিনে ২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে দর্শকদের করা খরচের পুরোটাই হয়েছে উসুল। দর্শকদের এমন উন্মাদনার মাঝে বিপিএল নিয়ে আছে খানিকটা দুঃসংবাদ। কোনো টাইটেল স্পন্সর ছাড়াই শুরু হয়েছে বিপিএলের ১২তম আসর। পাশাপাশি এখনো দেখা মেলেনি বিপিএলের এবারের আসরের কোনো ট্রফি। ফলে অনেক আয়োজন রেখেও পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই বিসিবি কর্তাদের।

বিপিএল শুরুর আগের দিন অর্থাৎ পরশু দিন পর্যন্ত টাইটেল স্পন্সর জোগাড়ের চেষ্টা করেছে বিসিবি। ঠিক বিসিবি নয়, প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন স্বত্ব কিনে নেওয়া বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। বিপিএলের ১২তম আসরের টাইটেল স্পন্সর স্বত্ব কিনেছে মাত্রা। এক বছরের জন্য স্বত্ব কেনা প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণে বিপিএলের শুরু হলেও দেখা যায়নি কোনো টাইটেল স্পন্সর। অথচ, বিশ্বের অন্যান্য সব ফ্রাঞ্চাইজি লিগ ভেদে কয়েকশ কোটি টাকায় বিক্রি হয় টাইটেল স্পন্সরশিপ। সেখানে কোনো ধরনের স্পন্সরশিপ ছাড়াই গতকাল মাঠে গড়াল বিপিএলের ১২তম আসর। এ নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আমার দেশকে জানান, টাইটেল স্পন্সর না পেলেও বিসিবি টাকা পেয়েছে। কীভাবে টাকা পেয়েছে সেই ব্যাখ্যায় ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা মাত্রার কাছে টাইটেল স্পন্সরশিপ বিক্রি করেছি। স্পন্সর খুঁজে দেওয়ার দায়িত্ব তাদের। তারা এখন পর্যন্ত সেটা পারেনি। তবে আমরা মাত্রার কাছ থেকে টাইটেল স্পন্সরের অর্থ পেয়েছি।’ তবে মাত্রার সঙ্গে কী পরিমাণ অর্থে চুক্তি হয়েছে তা এখনই জানাতে চান না ইফতেখার মিঠু।

টাইটেল স্পন্সর ছাড়াই টুর্নামেন্ট মাঠে গড়ালেও এ ব্যাপারে এখনো আশাবাদী বিসিবি। এ নিয়ে বিসিবি পরিচালক ও গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আমার দেশকে বলেন, ‘মাত্রা চেষ্টা চালাচ্ছে। দুয়েক জায়গায় তারা কথা বলেছে। হয়তো পরেও পাওয়া (টাইটেল স্পন্সর) যেতে পারে।’ টাইটেল স্পন্সর ছাড়াও মাঠের বাউন্ডারি লাইনে বিজ্ঞাপন দেখানোর জন্য ডিজিটাল পেরিমিটার বোর্ড আনার কথা ছিল মাত্রার। সেখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে মাত্রা। ফলে এবারের বিপিএলে দেখা যাচ্ছে না ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড কিংবা পেরিমিটার। শেষ পর্যন্ত এবারের বিপিএলের কোনো অংশে পেরিমিটার বোর্ড দেখা যাবে কি না সেটা নিয়েও আছে অনিশ্চয়তা।

টাইটেল স্পন্সর, পেরিমিটার বোর্ড না থাকার বিপিএলে এখনো দেখা মেলেনি ট্রফির। যেখানে সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি সামনে রেখে অধিনায়কদের ফটোশুট হয়। সেখানে বিপিএলের আগের দিন হয়নি কোনো ফটোশুট। জানা গেছে, এখনো দেশে এসে পৌঁছায়নি বিপিএলের ট্রফি। এ নিয়ে ইফতেখার রহমান মিঠু আমার দেশকে বলেন, ‘একটি ট্রফি ডিজাইন করে দেশে বানানো হয়েছিল। সেটা দেখতে মোটেও ভালো হয়নি। ফলে দুবাই থেকে ট্রফি আনা হবে। সেখানে সুন্দর একটি ট্রফি বানাতে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই ওই ট্রফি চলে আসবে।’ তবে কবে নাগাদ ট্রফি দেশে পৌঁছাবে সে বিষয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেননি। তবে ট্রফির মূল্যটা এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন। ইফতেখার রহমান মিঠু জানান, ২৫ হাজার ডলার খরচ করে এবার ট্রফি আনা হচ্ছে বিপিএলের জন্য।

মাঠের বাইরের এত অব্যবস্থাপনার মাঝেও সিলেটে দর্শকদের তুমুল আগ্রহ ছিল বিপিএল ঘিরে। বিপিএলে প্রতি ম্যাচ ডেতে ১৭ হাজার ৪০০ টিকিট বাজারে ছেড়ে বিসিবি। নিজস্ব অ্যাপের মাধ্যমে অনলাইনে ছাড়া হয়েছে টিকিট। সাধারণত বিপিএলে ম্যাচের দিনে টিকিট পাওয়া গেলেও, এবার তা হয়নি। প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। ফলে ম্যাচ শুরুর আগ থেকেই পুরো গ্যালারিতে তুমুল জনসমাগম। তাতেই আপাতত তৃপ্তি খুঁজে নিতে চান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি আমার দেশকে বলেন, ‘অনেক দর্শক হয়েছে। ১৭ হাজার ৪০০ টিকিট ছাড়া হয়েছে। আগেই সব বিক্রি হয়েছে। দর্শকদের মধ্যে ভালো আগ্রহ আছে। এটা ইতিবাচক ব্যাপার।’ এছাড়া বিপিএলের ব্রডকাস্ট নিয়েও তার মধ্যে আছে তৃপ্তি। এবার রিয়েল ইমপ্যাক্টের বদলে পাকিস্তানি প্রতিষ্ঠান টিপিটিকে বিপিএল সম্প্রচারের দায়িত্ব দিয়েছে বিসিবি। তাদের আয়োজনে স্বস্তি প্রকাশ করে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘টিভিতে দারুণ খেলা দেখা যাচ্ছে। এটা ভালো ব্যাপার। আশা করি, বাকি যেসব ভুলত্রুটি আছে, সব সংশোধন হয়ে যাবে।’

এত ভুলচুকের মধ্যে বিসিবি এখন খুঁজছে ইতিবাচক ব্যাপারগুলো। শেষ পর্যন্ত সেই ইতিবাচকতার প্রভাব পুরো বিপিএলে থাকবে কি না সেটাই দেখার অপেক্ষা।

টিভিতে বিপিএলে ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্সের লড়াই

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন গৌরব-তানভীর জুটি

টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড

পুলিশের টানা দ্বিতীয় জয়

বিগ ব্যাশে এবার ৩ উইকেট পেলেন রিশাদ

ছয় হাজারি ক্লাবে মুশফিক

শান্তর সেঞ্চুরিতে জিতল রাজশাহী

ফরাশগঞ্জে তহুরা, মারিয়া ও মনিকা

‘আত্মবিশ্বাসী’ শান্তর সেঞ্চুরি

জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব শুরু