হোম > খেলা

৬০ ডলার মূল্যের ‘সাপোর্টার টিকিট’ ঘোষণা ফিফার

আমার দেশ অনলাইন

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট মূল্যের বিরোধের পর ফিফা মঙ্গলবার কম দামের একটি নতুন ক্যাটাগরির টিকিট চালু করেছে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন ‘‘সাপোর্টার এন্ট্রি টিয়ার’’ টিকিটের দাম হবে ৬০ ডলার। এটি ফাইনালসহ ১০৪ টি ম্যাচের জন্য উপলব্ধ থাকবে। টিকিটটি মূলত ভ্রমণকারী ভক্তদের জন্য পরিকল্পনা করা হয়েছে। যারা তাদের জাতীয় দলকে পুরো টুর্নামেন্টে অনুসরণ করবেন।

এই ৬০ ডলারের টিকিট শুধুমাত্র যোগ্যতা অর্জনকারী দলের ভক্তদের জন্য সংরক্ষিত থাকবে এবং প্রতিটি জাতীয় ফুটবল ফেডারেশনের বরাদ্দের ১০ শতাংশ হবে। ফিফা জানিয়েছে, যদি ভক্তরা শুধুমাত্র নকআউট রাউন্ডের ম্যাচের টিকিট কিনে এবং তাদের দল আগে বের হয়ে যায়, তাহলে রিফান্ড প্রক্রিয়ার সময় প্রশাসনিক ফি বাতিল করা হবে।

গত সপ্তাহে ভক্ত সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই টিকিটের মূল্যের সমালোচনা করে বলেছিল, ২০২২ সালের কাতারের তুলনায় দাম প্রায় পাঁচগুণ বেশি। তারা জানিয়েছিল, “যদি একজন ভক্ত তার দলকে প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত অনুসরণ করেন, তাহলে তার জন্য সর্বনিম্ন খরচ হবে ৬,৯০০ ডলার।”

ফিফা জানিয়েছে, নতুন এই পরিকল্পনার মাধ্যমে জাতীয় ফেডারেশনগুলোকে তাদের “বিশ্বাসী ভক্তদের”জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে বলা হয়েছে।

বিশ্বকাপে অস্বাভাবিক চাহিদার মধ্যে ইতিমধ্যেই ২০ মিলিয়ন টিকিটের অনুরোধ জমা পড়েছে। প্রথম ধাপের টিকিট বিক্রির জন্য ড্র অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১৩ জানুয়ারি।

এসআর

মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

চোটে স্মিথ, ভাগ্য খুলল খাজার, সমানে সমান লড়ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

সুইজারল্যান্ডের চ্যালেঞ্জে কানাডা-কাতার

ক্লাব-বোর্ড দ্বন্দ্বে ‘খুন’ হচ্ছে ক্রিকেট

টিভির পর্দায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও উসমান দেম্বেলে

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ