হোম > খেলা

ইনজুরিতে অনিশ্চিত জিসানের ডিপিএল খেলা!

স্পোর্টস রিপোর্টার

অনুশীলনের সময় গোড়ালির চোটে পড়েছিলেন তরুণ ওপেনার জিসান আলম। সেই চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথমদিকের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবির মেডিক্যাল বিভাগের এক কর্মকর্তা।

বিপিএলের পর ডিপিএলের প্রস্তুতির সময় এই ইনজুরিতে পড়েন জিসান। এর ফলে আপাতত মাঠের বাইরে আছেন তিনি। আপাতত তিন সপ্তাহের জন্য বিশ্রামে রাখা হয়েছে। তবে তিন সপ্তাহ পরেই মাঠে ফিরতে পারবেন এমন নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। বিষয়টি জানিয়ে বিসিবির মেডিক্যাল বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘আপাতত তিন সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপরে তার অবস্থা বোঝা যাবে। তখনই আমরা বলতে পারব, কবে নাগাদ জিসান মাঠে ফিরবেন।’

ফলে আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলে জিসানকে পাচ্ছে না আবাহনী। দলের গুরুত্বপুর্ণ এই সদস্যকে হারিয়ে খানিকটা হতাশ দলটি। তবে আপাতত তাকে ছাড়াই ডিপিএল শুরুর প্রস্তুতি নিচ্ছে আবাহনী। দলটির আশা ডিপিএলের শেষদিকে অথবা সুপার লিগ থেকে পুরোপুরি ফিট জিসানকে পাওয়া যাবে।

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোয় রিয়াল

মোস্তাফিজের আইপিএলনামা

টিভিতে অ্যাশেজ সিরিজের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াই

‘কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি’

ক্যারির সেঞ্চুরিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দিন

নতুন ক্রীড়া উপদেষ্টার দুই মাসের টার্গেট

স্বাগতিক শাটলারদের ভরাডুবি, টিকে রইলেন শুধু গৌরব

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সমর্থকদের চাপে বিশ্বকাপ টিকিটের দাম কমাল ফিফা

কষ্টার্জিত জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে বার্সেলোনা