হোম > খেলা

জতার জার্সি অবসরে পাঠানোর দাবি

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের হয়ে আর ২০ নম্বর জার্সি পরে মাঠে নামা হবে না দিয়োগো জতার। সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ফরওয়ার্ড। তার শ্রদ্ধায় লিভারপুলের ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবি তুলেছেন ভক্ত-সমর্থকরা।

জতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের আবহ তৈরি হয়। ২৮ বছর বয়সী জতার প্রয়াণে শোক জানিয়েছেন বর্তমান-সাবেক ফুটবলার, বিভিন্ন ক্রীড়া সাংবাদিক ও ক্লাব। পর্তুগিজ তারকা আর বেঁচে নেই- সেটা যেন বিশ্বাসই হচ্ছে না কারও।

যে ক্লাবের হয়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন সেই লিভারপুল সমর্থকদের চাওয়া- প্রিয় ক্লাবের আর কোনো ফুটবলারকে জতার ২০ নম্বর জার্সি না দেওয়া হোক। দাবি জানাতে গিয়ে ম্যাক্সি নামের এক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ফুটবল এখন সবচেয়ে গুরুত্বহীন জিনিস, তবে আমি আশা করি লিভারপুল ২০ নম্বর জার্সি অবসর নেবে। জোতার মর্মান্তিক মৃত্যরর পরে অন্য কাউকে এই জার্সি পরতে দেখলে বেশিরভাগ সমর্থকদের কাছে ভুল মনে হবে। তবে আসল কথা হলো- জতা যা করেছিলেন এবং তিনি কে ছিলেন এসব বিষয় বিবেচনায় এই জার্সিটা অবসরে পাঠানো উচিত।’

একই দাবি ‍তুলতে গিয়ে মিকি জুনিয়র নামের আরেক ভক্ত লিখেছেন, ‘জতা ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন। তিনি ২০ নম্বর জার্সি পরতেন। আমরা তখন তাকে হারালাম যে মৌসুমে লিভারপুল তাদের ২০তম লিগ শিরোপা জিতেছে। ক্লাবের উচিত তার সম্মানে এই জার্সিটি অবসরে পাঠানো।’

অবসরে পাঠানো হবে কিনা সেটা বিষয়ে কিছু না বললেও ২০ নম্বর জার্সিকে অমর করে রাখার ঘোষণা দিয়েছে লিভারপুল। এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘২০ নম্বর জার্সি পরা খেলোয়াড় (জতা) লিভারপুলের ২০২৪-২৫ শিরোপাজয়ীদের অংশ ছিলেন। মার্সিসাইড ডার্বিতে সে অসাধারণ নৈপুণ্য দিয়ে গোল করেছিল। যেটা তার জীবনের শেষ গোল।’

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ