নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
দ্বিতীয় অনূর্ধ্ব নারী ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক মালয়েশিয়া। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থ্যাৎ রবিবার (১৯ জানুয়ারি) মাঠে নামে আয়োজকরা। মাঠে নেমেই লজ্জার রেকর্ড গড়ল দলটি।
দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৩ রানে গুটিয়ে গেছে মালয়েশিয়া। এটা মেয়েদের যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। অন্যদিকে এই সংষ্করণের বিশ্বকাপের হিসেবে দ্বিতীয় সর্বনিম্ন।
যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডটি স্কটল্যান্ডের নামের পাশে। ছেলেদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ রানে অলআউট হয় স্কটিশরা।
শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয় মালয়েশিয়ার। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ১৪.১ ওভারেই শেষ হয় মালয়েশিয়ার ইনিংস। নূর আলিয়া করেন ৭ রান। ৬ রান আসে সুয়াবিকা মারিভানামের ব্যাট থেকে। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন আয়োজকদের ছয় ব্যাটার।