অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে এখন পর্যন্ত ৪৭১ জন ক্রিকেটার খেললেও আদিবাসী ক্রিকেটারের সংখ্যা স্রেফ দুজন-জেসন গিলেস্পি ও স্কট বোল্যান্ড। এবার এ তালিকায় তৃতীয় ক্রিকেটার হিসেবে যোগ হচ্ছে ব্রেন্ডান ডগেটের নাম।
জশ হেইজেলউড চোটে পড়ায় তাকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। সব ঠিক থাকলে আগামী শুক্রবার পার্থে অ্যাশেজের প্রথম দিনেই অভিষেক হচ্ছে ডগেটের। ব্যাগি গ্রীন মাথায় তোলার অপেক্ষায় আছেন এই তরুণ।
ডগেট ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে প্রথমবার জায়গা করে নেন সেই ২০১৮ সালে। গত এক বছরে তো নানা সময়ে বেশ কবারই স্কোয়াডে পেয়েছেন ঠাঁই। কিন্তু খেলার সুযোগ পাননি একবারও। অবশেষে তার সেই প্রতীক্ষা শেষ হচ্ছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ টেস্টে ১৯০ উইকেট তার। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পর অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও ভালো বোলিং করেছেন, গত বছর ১৫ রানে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় ‘এ’ দলের ব্যাটিং লাইন আপ। চলতি মৌসুমেও শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে দুই ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট।