হোম > খেলা

কীর্তিগড়া বোলিংয়ের পর যা বললেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক

স্মরণীয় একটা ম্যাচ পার করলেন মিচেল স্টার্ক। তার আগুনে বোলিংয়ে জ্যামাইকা টেস্টে ১৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে তাদের ২৭ রানে অলআউট করার পথে ৬ উইকেট নেন স্টার্ক। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার জিতেছেন এই গতি তারকা। দারুণ একটি সিরিজ শেষে এবার হাসিমুখে বাড়ি ফিরতে চান তিনি।

ওয়েস্ট ইন্ডিজকে ধ্বসিয়ে দেওয়ার পথে মাত্র ১৫ বলে ৫ উইকেট নেন স্টার্ক। তাতেই দ্রুততম ফাইফারের কীর্তি গড়েছেন বাঁহাতি পেসার। এ ছিল তার শততম টেস্ট। ম্যাচটিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এজন্য ১৯ হাজার ৬২ বল করতে হয় তাকে। বলের হিসেবে যা দ্বিতীয় দ্রুততম। ১৬ হাজার ৬৩৪ বলে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে শীর্ষে আছেন ডেল স্টেন। সব মিলিয়ে একটা ম্যাচে এরে বেশি বেশিকিছু চাইতে পারতেন না স্টার্ক।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্টার্ক বলেন, ‘সিরিজটা দারুণ ছিল। ব্যাটিংয়ে আমাদের কিছু বাজে সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। কয়েকটা দিন ভালোই কেটেছে আমাদের, অনেক উপভোগ্য ছিল। গোটা সিরিজজুড়েই আমি ভালো জায়গায় বোলিং করে গেছি। জয়ের দিনও সেটা অব্যাহত রেখেছি। এখন হাসি নিয়ে বাড়ি ফিরে যাব। আমরা দেখলাম আলোর নিচে গোলাপি বল কতটা ভয়ঙ্কর আচরণ করতে পারে। এটা সত্যিই কঠিন ছিল। আমরা ভাবতেও পারিনি আজ সবকিছু এতো দ্রুত হয়ে যাবে।’

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!