আন্তর্জাতিক ক্রিকেটে বীরানদীপ সিং বড্ড অপরিচিত নাম। নাম না জানা এই ক্রিকেটারই গড়েছেন অনন্য এক রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান ও ১০০ উইকেট শিকার করেছেন তিনি। আজ কুয়ালালামপুরে এই কীর্তি গড়েন।
বাহরাইনের বিপক্ষে ১০০তম উইকেট শিকারের অপেক্ষায় মাঠে নামেন বীরানদীপ। ১০০তম উইকেট পূরণের পাশাপাশি আরো দুই উইকেট নেন। তাতে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট আর তিন হাজার রান করার কৃতিত্ব দেখান তিনি। ১০০ উইকেট শিকারের আগে চলতি বছরের জুলাইয়ে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে তিন হাজার পূর্ণ করেন এই অলরাউন্ডার।
এই ক্লাবে প্রথম সদস্য হিসেবে যোগ দেওয়া বীরানদীপের কাছাকাছি আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। টি-টোয়েন্টিতে রাজার রান ২৮৪৬ ও উইকেট ১০২টি। এছাড়া এই তালিকার বেশ কাছাকাছি ছিলেন সাকিব আল হাসান। তার রান ছিল ২৫৫১ ও উইকেট ছিল ১৪৯টি। আফগানিস্তানের মোহাম্মদ নবীর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ২৪১৭, উইকেট ১০৪টি।