নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জয়রথ চলছেই বাংলাদেশের। প্রথম ম্যাচের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। স্বর্ণা আক্তারের অলরাউন্ড নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) ৩০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। দুই ম্যাচে দুই জয় নিয়ে 'এ' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ।
নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে আগে ব্যাট করে ১৬৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৩৮ রানের বেশি করতে পারেনি পিএনজি। পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন স্বর্ণা। প্রথমে ব্যাট হাতে রেকর্ড ৪টি ছক্কায় ১৪ বলে ৩৭ রানের ইনিংসের পর বোলিংয়েও ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে দিলারা আক্তার দোলা ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতার ওপেনিং জুটিতে আসে ৪৯ রান।।দিলারা ৪ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৫ ও জুয়াইরিয়া ২ চার ও ১ ছক্কায় ১১ বলে ১৭ রানে ফেরেন। তিনে নেমে শারমিন আক্তার সুপ্তা ২৮ রান করেন ৩৪ বলে। জ্যোতি ফেরেন ৬ রান করে।
এরপর পাল্টা আক্রমণে স্বর্ণা ও সোবহানা মোস্তারি ৩২ বলে যোগ করেম ৬২ রান। ২টি করে চার-ছক্কায় ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। স্বর্ণার ব্যাট থেকে আসে ১৪ বলে ৩৭ রান।
রান তাড়ায় পিএনজি তেমন লড়াই করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক ব্রেন্ডা টাউ। এছাড়া সিবোনা জিমির ব্যাট থেকে আসে ২৮ রান।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও স্বর্ণা।
একই মাঠে বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৮/৫ (স্বর্ণা ৩৭, দিলারা ৩৫, সোবহানা ৩৪*; মাইরি ১/৩৭, থমাস ১/৪৪)
পাপুয়া নিউ গিনি: ২০ ওভারে ১৩৮/৯ (ব্রেন্ডা ৩৫, জিমি ২৮, ডরিগা ২১; স্বর্ণা ১/৬, সোবহানা ১/১২)
ফল: বাংলাদেশ ৩০ রানে জয়ী