হোম > খেলা

পুলিশকে হারিয়ে আবাহনীর প্রথম জয়

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

অবশেষে বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) নতুন মৌসুমে জয়ের মুখ দেখল আবাহনী। আজ লিগে নিজেদের চতুর্থ ম্যাচে আবাহনী ২-০ গোলে হারাল বাংলাদেশ পুলিশ এফসিকে। একই দিন অপর ম্যাচে ফর্টিস এফসি ১-০ গোলে হারায় আরামবাগকে। আজ মোহামেডান-ফকিরেরপুল, পিডব্লিউডি-ব্রাদার্স ইউনিয়ন এবং বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ পরস্পরের মুখোমুখি হবে।

এবারের মৌসুমে প্রথম তিন ম্যাচে আবাহনীর পারফরম্যান্সের রেকর্ড- এক ড্র আর দুই হার। এর মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছেও হেরেছে আবাহনী। তিন ম্যাচ হতাশায় কাটার পর জয় পেল তারা। গত লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মালির সোলেমান দিয়াবাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। গতকালও একটি গোল করেন দিয়াবাতে।

হোম ভেন্যু কুমিল্লায় ২৫ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। দলকে লিড এনে দেওয়ার সহজ সুযোগ কাজে লাগানোর জন্য স্পট কিক নেন দিয়াবাতে। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। আবাহনীর পক্ষে দ্বিতীয় গোলটি করেন এনামুল ইসলাম। ২-০ ব্যবধানে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন দলের ডিফেন্ডার আলমগীর মোল্লা। চার ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ৪।

অপর ম্যাচে সাগরের গোলে আরামবাগের বিপক্ষে জয় পায় ফর্টিস। ৭৪ মিনিটে ফাহাদ আলী সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ফর্টিসকে। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফর্টিস মিলিতভাবে শীর্ষে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের সঙ্গে। চার ম্যাচে জয়হীন আরামবাগের পয়েন্ট ১।

চা চক্রে থাকছে না বিদ্রোহী ক্লাবগুলো

বাহরাইনকেও হারাল বাংলাদেশ

এক ম্যাচে ১৭ লাল কার্ড, ফুটবল মাঠ রণক্ষেত্র

পাওয়ার প্লেতেই খেলা শেষ, মানছেন লিটন

পর্তুগালের প্রথম বিশ্বকাপ শিরোপা

বাংলাদেশের সামনে আজ বাহরাইন চ্যালেঞ্জ

টিভিতে ফুটবল-ক্রিকেটের যত খেলা দেখা যাবে আজ

খ্যাতি যেন তোমাকে গ্রাস না করে : ইয়ামালকে নাদাল

শেষ ওভারের রোমাঞ্চ জিতে ফাইনালে শ্রীলঙ্কা

পার্থের লো স্কোরিং পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির