আয়ারল্যান্ড সিরিজ
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে লিটন দাসের দল। সিরিজের প্রথম দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ।
দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। এই দুজনের জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার সাইফউদ্দিন ও উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অংকনকে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ২৭, ২৯ এবং ২ ডিসেম্বর।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।