হোম > খেলা

ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

দুই ওপেনার ভালো শুরু পরও ব্যাটিংয়ে চাপ এড়াতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত কেন উইলিয়ামসন ও জিমি নিশামের লড়াকু ইনিংসে ১৬৫ রানের পুঁজি পায়। জবাবে, ১৫৩ রানে থামে সিলেট টাইটান্সের ইনিংস। তাতে ১২ রানের হারে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকেই হয় সিলেটের বিদায়। সিলেটের বিপক্ষে দারুণ এই জয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে এবারের ফাইনাল।

রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে সিলেট টাইটান্স। সেই ধাক্কা সামলে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭০ রান। সেখান থেকে আর সিলেটের ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির ইনিংস থামে ১৫৩ রানে। সর্বোচ্চ ৪৮ রান আসে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে। এছাড়া ৩৭ রান করে সিলেটকে জয়ের আশা দেখিয়েছিলেন স্যাম বিলিংস। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বিনুরা ফার্নান্দো। এছাড়া ১ উইকেট নেওয়া আব্দুল গাফফার সাকলাইন খরচ করেন মোটে ১৯ রান।

এমন দারুণ বোলিংয়ের আগে মিরপুরে ব্যাট হাতে চাপে পড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল। ফারহান ২৬ ও তানজিদ ৩২ রানে ফিরলে খানিকটা বিপদে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন দুই কিউই ব্যাটার কেন উইলিয়ামসন ও জিমি নিশাম। উইলিয়ামসন ৩৮ বলে ৪৫ ও নিশাম ২৬ বলে করেন ৪৪ রান। সিলেট টাইটান্সের হয়ে ২৩ রানে ৩ উইকেট নেন সালমান ইরশাদ।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স: ১৬৫/৯, ২০ ওভার (উইলিয়ামসন ৪৫*, নিশাম ৪৪, সালমান ৩/২৩)।
সিলেট টাইটান্স: ১৫৩/৮, ২০ ওভার (ইমন ৪৮, বিলিংস ৩৭, বিনুরা ৪/১৯)
ফল: রাজশাহী রয়্যালস ১২ রানে জয়ী।
ম্যাচসেরা: বিনুরা ফার্নান্দো।

আরেকবার সরকারের সঙ্গে কথা বলবেন বুলবুল

বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান

ভারতের চাপে আইসিসির সিদ্ধান্ত, পূর্বসূচিতে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে

টি-টোয়েন্টিতে হারে শুরু নিউজিল্যান্ডের

ভারতকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

দুই কিউই ক্রিকেটারে রাজশাহীর লড়াকু পুঁজি

রিয়াল-আর্সেনালের জয়ের রাতে ম্যানসিটি-পিএসজির হার

তৃতীয় রাউন্ডে আলকারাজ-সাবালেঙ্কা, রাদুকানুর বিদায়

ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলছে আইসিসির বোর্ড মিটিং, বাংলাদেশ-ভারত দ্বন্দ্বের সমাধান আজ