ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু সফরটি হচ্ছে না নির্ধারিত সূচি অনুযায়ী। বিসিবির এক মুখপাত্র আজ মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশের নারীদের সফর পিছিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিবির কাছে। তবে সফর স্থগিতের কোনো সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি প্রতিবেশী দেশটির ক্রিকেট বোর্ড। তবে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান রাজনৈতিক অস্থিরতা চলমান থাকায় পিছিয়ে দেওয়া হয়েছে এই সফর।
চলতি বছর আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের। কিন্তু দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরায় সেই সূচি স্থগিত করেছে ভারত। এই সফরসূচি পিছিয়ে গেছে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত।