হোম > খেলা

সমাধান খুঁজে পাচ্ছেন না কোচ কাবরেরা

শেষ মুহূর্তে গোল হজমের হতাশা

স্পোর্টস রিপোর্টার

আবারও শেষ দিকে গোল হজমের হতাশায় পুড়ল বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ছিল নেপাল। এর আগে সিঙ্গাপুর ও হংকংকের বিপক্ষে একই ঘটনা ঘটেছে। ২-১ গোলে এগিয়ে থেকেও খেলার অতিরিক্ত সময়ে গোল হজম করে জয়বঞ্চিত হয় বাংলাদেশ। নেপালের বিপক্ষে ২-২ গোলে বাংলাদেশ ড্র করায় হতাশ কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচশেষে এই স্প্যানিশ কোচ বললেন, ‘আমি বলব না এটা মানসিক সমস্যা। এমন পরিস্থিতির মোকাবিলায় শতবার অনুশীলন করেছি। কিন্তু যেকোনো কারণে আজ সেটা কাটাতে পারিনি। এমনটা হতে পারে, কিন্তু এটা সত্যি যে বারবার ঘটছে। আমরা ভিডিও বিশ্লেষণ করব, ভুলগুলো সংশোধন করব, এবং এখন যে চার দিন সময় আছে, ভারতের বিপক্ষে যেন এমন না হয়, সেই প্রস্তুতি নেব।’


পুরো ম্যাচে দলের পারফরম্যান্স প্রসঙ্গে কোচ কাবরেরা বলেন, ‘আবারও হতাশাজনক, বিশেষ করে ম্যাচের শেষটা। শুরু থেকেই আমরা খেলাটা নিয়ন্ত্রণ করছিলাম, কিন্তু অগ্রসর হওয়া কঠিন ছিল। আমরা আশা করেছিলাম ওরা নিচে থেকে খেলবে, কিন্তু বাস্তবে তা আরও কঠিন হয়ে গিয়েছিল প্রথমার্ধে। একটা বিচ্ছিন্ন মুহূর্তে তারা গোল পেল এবং আমরা পিছিয়ে গেলাম। তবে বিরতির পর আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি, যেটা ভালো দিক। এটা আমাদের নেওয়া উচিত। কিন্তু সামগ্রিকভাবে হতাশাজনক এক পারফরম্যান্স। আমরা সেটা জানি। ম্যাচটা সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। এবং এই উইন্ডোর মূল লক্ষ্য হলো ভারতের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করা সেখানে মনোযোগ দিতে হবে।’

এমবাপ্পে জাদুতে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

ব্যাটে বলে বাংলাদেশের সিলেট জয়

চতুর্থ দিনে আয়ারল্যান্ডের প্রতিরোধ

রোনালদোকে 'কাঁদুনে বাচ্চা' বলে ব্যঙ্গ আইরিশ সমর্থকদের

ভারত ম্যাচে হামজা ও জায়ানের খেলা নিয়ে শঙ্কা নেই

পর্তুগালের হারের ম্যাচে রোনালদোর লাল কার্ড

টিভির পর্দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের চতুর্থ দিনের খেলা

জাহানারা ইস্যুতে সরব নারী ক্রিকেট অ্যাসোসিয়েশন

দুই পদক জিতে মিশন শেষ করল বাংলাদেশ

হামজা ম্যাজিকের পরও জয় বঞ্চিত বাংলাদেশ