হোম > খেলা

এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বাজিমাত

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই একদিনের সিরিজ নিজেদের করে নিলো ব্ল্যাক ক্যাপসরা।

ধবল ধোলাইয়ের লজ্জা এড়ানোর জন্য সিরিজের শেষ ওয়ানডেতে জিততেই হবে লঙ্কানদের। আগামী ১১ জানুয়ারি সিরিজের তৃতীয় তথা শেষ পঞ্চাশ ওভারের ম্যাচে মুখোমুখি হবে দুদল। এর আগে নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারে শ্রীলঙ্কা।

বৃষ্টির কারণে এদিন হ্যামিল্টনের সেডন পার্কে পুরো ৫০ ওভার খেলা হয়নি। ম্যাচের আয়ূ কমিয়ে আনা হয় ৩৭ ওভারে। পুন:নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৫ রান জড়ো করে নিউজিল্যান্ড।

জবাবে ৩০.২ ওভারে ১৪২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ছাড়া লঙ্কানদের হয়ে আর কোনো ব্যাটার লড়াই করতে পারেননি। ৬৬ বলে ৬৪ রান করেন তিনি। ২২ রান আসে জানিথ লিয়ানাগের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল উইল ও রার্ক। ৩১ রান খরচায় ৩ ব্যাটারকে ফেরান তিনি। ১ রান কম দিয়ে ২ উইকেট নেন জ্যাকব ডাফি।

এর আগে জোড়া ফিফটিতে এই পুঁজি পায় নিউজিল্যান্ড। ৬৩ বলে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। ৬২ রান করেন মার্ক চ্যাপম্যান। ১০ বল কম খেলেন তিনি। এছাড়া ড্যারেল মিচেল ৩৮, গ্ল্যান ফিলিপস ২২ ও মিচেল সান্টনার করেন ২০ রান। ৪৪ রানের বিনিময়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন মাহেশ থিকশানা। ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২৫৫/৯ (৩৭ ওভার)

রবীন্দ্র ৭৯, চ্যাপম্যান ৬২

থিকশানা ৪/৪৪

শ্রীলঙ্কা: ১৪২/১০ (৩০.২ ওভার)

মেন্ডিস ৬৪, লিয়ানাগে ২২

ফল: নিউজিল্যান্ড ১১৩ রানে জয়ী।

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!