ওয়ানডের সিরিজের মতো এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করল নিউজিল্যান্ড। নাগপুরে স্বাগতিক ভারতের কাছে হারল ৪৮ রানের ব্যবধানে। এ হারে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল কিউইরা। প্রথম ওয়ানডে হারলেও শেষের দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল ব্ল্যাক ক্যাপস শিবির। এবারও নিশ্চিত টি-টোয়েন্টিতে তেমন দারুণ কিছুর পুনর্মঞ্চায়নের আশায় রয়েছে সফরকারীরা।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রানের পুঁজি গড়ে ভারত। অভিষেক শর্মা দারুণ এক ফিফটি হাঁকিয়ে হন ম্যাচসেরা। ৩৫ বলে ৫ বাউন্ডারি ও ৮ ছক্কায় হাঁকান তিনি ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ৪৪ রানে অপরাজিত থেকে যান রিঙ্কু সিং। সূর্যকুমার যাদব ৩৫ আর হার্দিক পান্ডিয়া ২৫ রান যোগ করেন দলীয় স্কোরে।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন গ্লেন ফিলিপস। তার ব্যাট থেকে আসে ৭৪ রানের ঝড়ো ইনিংস। মার্ক চাপম্যান এনে ৩৯ রান। আর ড্যারিল মিচেল এনে দেন ২৮ রান। তারপরও ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২৩৮/৭, ২০ ওভার (অভিষেক ৮৪, সুরিয়াকুমার ৩২, হার্দিক ২৫, রিঙ্কু ৪৪*; ডাফি ২/২৭ ও জেমিসন ২/৫৪)।
নিউজিল্যান্ড: ১৯০/৭, ২০ ওভার (রবিনসন ২১, ফিলিপস ৭৮, চ্যাপম্যান ৩৯, মিচেল ২৮; ভারুন ২/৩৭ ও শিভাম ২/২৮)।
ফল: ভারত ৪৮ রানে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।
ম্যাচসেরা: অভিষেক শর্মা।