হোম > খেলা

এক ম্যাচে ১৭ লাল কার্ড, ফুটবল মাঠ রণক্ষেত্র

স্পোর্টস ডেস্ক

ফুটবল মাঠে লাল কার্ড নিয়মিত ব্যাপার। একটা-দুুটো, বড় জোর গোটা পাঁচেক। কিন্তু এক ম্যাচেই যদি ১৭ লাল কার্ড দেখাতে হয় রেফারিকে তাহলে সেটাকে ফুটবল ম্যাচের কাতারে ফেলা যায়? প্রশ্নের উত্তর- রণক্ষেত্র! আর এটাই হয়েছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার ঘরোয়া ফুটবলে।

দক্ষিণ আমেরিকার দেশ দক্ষিণ বলিভিয়ার ক্লাব ফুটবলের টুর্নামেন্ট কোপা বলিভিয়ার একটি ম্যাচে দুই দল মিলিয়ে মোট ১৭টি লাল কার্ড দেখেছে। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে রেফারির শেষ বাঁশি বাজার পরই রীতিমতো রণক্ষেত্রে রূপ নেয় মাঠ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবহার করতে হয়েছে।


মঙ্গলবার কোপা বলিভিয়ায় প্রতিযোগিতায় মুখোমুখি হয় ব্লুমিং ও রিয়াল অরুরো। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ শেষ হতেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলার ও স্টাফরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুঁড়তে বাধ্য হয় পুলিশ। সংঘর্ষে এক কোচকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, আর এক কর্মকর্তা মুখের হাড় ভেঙে গেছে।

বলিভিয়ার সংবাদমাধ্যম ‘এল পোতোসি’ প্রতিবেদন  অনুযায়ী, অরুরোর ফুটবলার সেবাস্তিয়ান জেবালোস প্রথমে সংঘর্ষের সূত্রপাত ঘটান। ব্লুমিংয়ের খেলোয়াড়রা তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করলেও মুক্ত করে অন্যদের ধাক্কা দেন তিনি। এরপরই মারামারিতে জড়িয়ে পড়েন দুপক্ষ।

পাওয়ার প্লেতেই খেলা শেষ, মানছেন লিটন

পর্তুগালের প্রথম বিশ্বকাপ শিরোপা

বাংলাদেশের সামনে আজ বাহরাইন চ্যালেঞ্জ

টিভিতে ফুটবল-ক্রিকেটের যত খেলা দেখা যাবে আজ

খ্যাতি যেন তোমাকে গ্রাস না করে : ইয়ামালকে নাদাল

শেষ ওভারের রোমাঞ্চ জিতে ফাইনালে শ্রীলঙ্কা

পার্থের লো স্কোরিং পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

আর্সেনালের কাছে পরাস্ত বায়ার্ন

নিলাম তালিকা নিয়ে অসন্তুষ্ট ক্রিকেটাররা

তাওহিদের সাহসী ব্যাটিংয়ের পরও হারল বাংলাদেশ