ফিরে দেখা ২০২৫
ফুটবলের রোমাঞ্চে ভরা একটি বছর বিদায় নেওয়ার পথে। ঘটনাবহুল ২০২৫ সালটা স্মরণীয় থাকবে নানা কারণে। তবে সবচেয়ে বড় বিস্ময় উপহার দিয়েছে পিএসজি। ঘুচিয়ে ফেলেছে বহু আরাধ্য একটি চ্যাম্পিয়নস লিগের ট্রফির অপূর্ণতা। ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্ট জিতে চমক দেখিয়েছেন উসমান দেম্বেলে। লিওনেল মেসি ইন্টার মিয়ামিকে এনে দিয়েছেন প্রথম এমএলএস কাপ। আর তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন নেশনস কাপ। এমন আলোচিত সব দলীয় ও ব্যক্তিগত অর্জন নিয়ে আমার দেশ-এর আজকের আয়োজন-
ইউরোপ সেরা পিএসজি
নেইমার জুনিয়র থেকে কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সঙ্গে ব্রাজিলিয়ান আর ফরাসি মেগাস্টারের আগমন ঘটেছিল পার্ক দেস প্রিন্সেসে। তারপরও যেন চ্যাম্পিয়নস লিগের খরাটা কিছুতেই কাটছিল না। অবশেষে ২০২৫ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতে আলোড়ন সৃষ্টি করেছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। শুধু চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ঘরোয়া ট্রেবল- ফরাসি লিগ ওয়ান, ফরাসি কাপ, উয়েফা সুপার কাপ আর ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপও উঠেছে পিএসজির শোকেসে। এই অনন্য সাফল্যের মূল রূপকার কোচ লুইস এনরিককে আজীবনের জন্য রেখে দিতে চাচ্ছে পিএসজি।
নতুন রাজা দেম্বেলে
ব্যক্তিগত সাফল্যে ঝলমল ছিল উসমান দেম্বেলের ২০২৫ সালটা। পিএসজির প্রথম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ফরাসি এই ফরোয়ার্ড। ঘরোয়া, ইউরোপিয়ান আর বৈশ্বিক মিলে পিএসজিকে এনে দিয়েছেন পাঁচ শিরোপা। মৌসুমজুড়ে দেম্বেলে প্রতিপক্ষের জালে দিয়েছেন ৩৫টি গোল। সঙ্গে অ্যাসিস্ট করেছেন সতীর্থদের ১৬টি গোলে। ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ সবচেয়ে বড় পুরস্কার- ব্যালন ডি’অর আর ফিফা দ্য বেস্ট- দুটিই জিতে নিয়েছেন তিনি এ বছর।
পেলের দেশে আনচেলত্তি
কার্লো আনচেলত্তি পেলের দেশ ব্রাজিল যাচ্ছেন। ২০২২ বিশ্বকাপ থেকেই খবরটি উড়ে বেড়াচ্ছিল গণমাধ্যমের আকাশে। দীর্ঘ প্রতীক্ষার পর গত মে মাসে ব্রাজিলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এ ইতালিয়ান কোচ। পূর্ণ মেয়াদে ব্রাজিলিয়ান ফুটবলের দায়িত্ব নিয়ে প্রথম বিদেশি কোচ হিসেবে নয়া ইতিহাস রচনা করেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য প্রায় সব শিরোপা জেতা এ ফুটবল গুরু। তার হাত ধরেই এখন বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন দেখছে বিশ্বমঞ্চের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন সেলেসাওরা।
চেলসির বৈশ্বিক শিরোপা
ফিফা পরিধি বাড়িয়েছে ক্লাব বিশ্বকাপের। বিদায়ী বছরে ৩২ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ক্লাবগুলোর বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ফাইনালে চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতেছে ইংলিশ ক্লাবটি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন চেলসির মাঝমাঠের তারকা কোল পালমার।
রোনালদোর হাতে ট্রফি
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই জিতিয়েছেন। এবার দেশবাসীকে উপহার দিয়েছেন নেশনস লিগের আরো একটি ট্রফি। রোমাঞ্চকর লড়াইয়ে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে ধরাশায়ী করে উয়েফার এ শ্রেষ্ঠত্ব জিতেছেন পর্তুগিজ মহাতারকা। নির্ধারিত সময়ে ফাইনাল ছিল ২-২ গোলে অমীমাংসিত। পর্তুগাল পেয়েছে দ্বিতীয় নেশনস লিগ শিরোপা।
মেসির ট্রফি
ইন্টার মিয়ামির শিরোপা খরা কিছুতেই যেন কাটছিল না। লিওনেল মেসি ফ্লোরিডাতে ঘাঁটি গাড়তেই ডেভিড বেকহ্যামের ক্লাবটির শোকেসে উঠেছে তিনটি শিরোপা। প্রথম দুই মৌসুমে লিগস কাপ আর সাপোর্টার্স শিল্ড জিতেছে মিয়ামি। ২০২৫ সালে আর্জেন্টাইন জাদুকরের ক্লাবটি জিতেছে মেজর লিগ সকারের সবচেয়ে সম্মানজনক ট্রফি- এমএলএস কাপ।
বিশ্বকাপের অপেক্ষায় ইতালি
২০১৮ রাশিয়া বিশ্বকাপের ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেনি ইতালি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এবারও ইউরোপ থেকে বিশ্বকাপ বাছাই পর্বের বৈতরণী পেরোতে পারেনি চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার প্লে অফের মিশনে সফল না হলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে না খেলার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে ফেলবে ইতালি।
কুরাসাওয়ের চমক
ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে রূপকথার গল্প লিখেছে কুরাসাও। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে তারা। ওয়ার্ল্ডোমিটারের হিসাব বলছে, জনসংখ্যায় কুরাসাও বিশ্বের ১৮৯তম দেশ। দেশটির জনসংখ্যা প্রায় এক লাখ ৮৫ হাজার ৪৮৭। বিশ্বকাপের আগামী আসরে খেলবে পাঁচ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দেও।
বোনমাতির ডাবল হ্যাটট্রিক
বিশ্ব নারী ফুটবলে আইতানা বোনমাতি মাঠে থাকা মানেই বর্ষসেরার স্বীকৃতি। ইউরোপের বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেছেন বার্সেলোনার এ স্প্যানিশ ফরোয়ার্ড। ব্যালন ডি’অরের মতো ফিফার বর্ষসেরা পুরস্কার দ্য বেস্টেও টানা তৃতীয়বারের মতো জিতে নিয়েছেন তিনি।