যৌন হয়রানির অভিযোগ
সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ করেন। এর পরপরই এই ইস্যুতে আলোচনায় এসেছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। এই ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন নারী শুটাররা। এবার তুমুল বিতর্কের মুখে পড়া হায়দারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এই ডায়েরি করেছেন নারী শুটার কামরুন নাহার কলি।
আজ গুলশান থানায় তার করা সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, একাধিকবার কলি, তাসমায়াতি এমা ও শারমীন আক্তার রত্নাকে মানসিক নির্যাতন এবং অপব্যবহার ও অবমাননাকর আচরণ করেছেন হায়দার। গত ৯ নভেম্বর এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানালে তাদেরকে নানা হুমকি দেন শুটিং ফেডারেশনের এই কর্মকর্তা। এমনকি গত ২০ সেপ্টেম্বর এমাকে শুটিং ফেডারেশনের ভেতরে ধর্ষণের হুমকিও দেওয়া হয়।
এর আগে ১০ অক্টোবর অফিসে ডেকে কলিকে একাধিকবার মানসিক নির্যাতন করেছেন হায়দার। হুমকি-ধমকির কারণে ফেডারেশনে যেতে পারছেন না অভিযোগকারী তিন নারী শুটার। ভয় ও আতঙ্কে সময় কাটছে তাদের। এ ব্যাপারে জিএম হায়দারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।