হোম > খেলা

দিনাজপুরের শিরোপা জয়ের আনন্দ

জাতীয় চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা। গতকাল টুর্নামেন্টের ফাইনালে তারা ৩-২ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে শিরোপা জিতেছে। শিরোপা নির্ধারণী ম্যাচে দিনাজপুরের হয়ে তিনটি গোল করেন সাগর মোহান্ত, প্রদীপ ও ইয়াসিন আলী। সিরাজগঞ্জের হয়ে দুটি গোল করেন উজ্জ্বল ও হাসান আলী। দিনাজপুরের ইয়াসিন আলী টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। সেরা গোলরক্ষক হয়েছেন সিরাজগঞ্জের আবুল কাশেম মিলন।

গতকাল শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অধিনায়ক সাগরের গোলে ১৩ মিনিটে এগিয়ে যায় দিনাজপুর। ডান দিক দিয়ে আক্রমণে উঠে সাগরকে বক্সের বাইরে থেকে আড়াআড়ি ক্রস দেন মিডফিল্ডার ইয়াসিন আলী। গোলমুখে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন সাগর। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিনাজপুর।

দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ৬০ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বা পায়ের ফ্রি কিক শটে দিনাজপুরকে ২-০ গোলে এগিয়ে দেন প্রদীপ। তবে দুই মিনিট পর উজ্জ্বল হোসেনের দারুণ গোলের ব্যবধান কমায় সিরাজগঞ্জ। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে একাই বক্সে ঢুকে নিচু শটে গোলকিপার মাসুদ রানাকে পরাস্ত করেন উজ্জ্বল।

এই গোলের পর উজ্জীবিত হয়ে ওঠা সিরাজগঞ্জ দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ২-২ ব্যবধানে সমতায় ফিরে। সফল স্পট কিকে গোল করেন হাসান আলী। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময় দারুণ এক ভলিতে ইয়াসিন আলী গোল করে দিনাজপুরের জয় নিশ্চিত করে দেন। ৩-২ গোলে জিতে শিরোপা জয়ের আনন্দ করে দিনাজপুর জেলা ফুটবল দল।

সৌম্যর ডাবল সেঞ্চুরি মিস, মার্শালের সেঞ্চুরি, ইফরান-মুকিদুলের ফাইফার

টেস্ট ব্যাটিং নিয়ে খুশি আশরাফুল

কুলদীপের স্পিনে এগিয়ে ভারত

নিউজিল্যান্ডের কাছে ক্লিন সুইপ ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

বোলারদের রাজত্বে হেডের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

তিমুর-লেস্তের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

ইংল্যান্ড অল আউট ১৬৪, পার্থে উইকেট শিকারের উৎসব

সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে তাইজুল

বাংলাদেশের ইনিংস ঘোষণা, আয়ারল্যান্ডের লক্ষ্য ৫০৯