হোম > খেলা

সোহান-আকবর ঝড়ে উড়ে গেল হংকং

স্পোর্টস রিপোর্টার

রাইজিং স্টার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যচে বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। হাবিবুর রহমান সোহানের রেকর্ড গড়া ঝড়ো সেঞ্চুরি ও অধিনায়ক আকবর আলীর টর্নেডো ফিনিশিংয়ে ৮ উইকেটের বড় জয়ে পেয়েছে বাংলাদেশ। কাতারের দোহায় ১৬৮ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১১ ওভারেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই শতরান তুলে নেয় বাংলাদেশ। জিসান আলম ১৪ বলে ২০ রান করে আউট হলে ভাঙে জুটি। এর মধ্যেই ১৪ বলে ফিফটি তুলে নেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম ফিফটি। এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের। ১৪ বলে ফিফটি করেছিলেন শুভাগত।

জাওয়াদ আবরার এসেই বিদায় নেন। বাকি পথের গল্প লেখেন সোহান ও আকবর আলী। দুজনে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন। সোহানের পাশাপাশি বিস্ফোরক ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলি। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি। সোহানের ৩৫ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১০টি ছক্কা।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে হংকং। এরপরো বাবর হায়াতের ৪৯ বলে ৬৩ ও ইয়াসিম মোর্তুজার ২২ বলে ৪০ রানে হংকং ১৬৭ রান করলেও তা উইকেটের আচরণের বিচারে যথেষ্ট ছিলো না। সেটা একদম মামুলি বানিয়ে ছাড়েন সোহান।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ঝড়ো সেঞ্চুরিতে কীর্তিতে নাম লিখিয়েছেন সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আগেই ছিল। এবার টি-টোয়েন্টি সংস্করণেও দেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন এই ডানহাতি ব্যাটার।

সেঞ্চুরি করার মধ্যে দিয়ে সোহান পেছনে ফেলেছেন বর্তমানে জাতীয় দলের হয়ে খেলা পারভেজ হোসেন ইমনকে। এতোদিন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন বাঁহাতি ওপেনার। বিশ্ব ক্রিকেটের হিসেবে ২৭ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান।

ইতিহাসের দ্বারপ্রান্তে ছোট দেশ কুরাসাও

কামিন্সের পর ছিটকে গেলেন হ্যাজলউড

ঝড়ো সেঞ্চুরিতে সোহানের কীর্তি

বিশ্বকাপের টিকিট পেল ক্রোয়েশিয়া, দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস

টানা চার জয়ে বিশ্বকাপের আরও কাছে জার্মানি

রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোতে ব্রাজিল

কোহলি-বাবরকে একবিন্দুতে মিলিয়ে দিল ‘৮৩’

টিভির পর্দায় ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট

মেসি জাদুতে জিতল আর্জেন্টিনা

বাবরের সেঞ্চুরিতে সিরিজ পাকিস্তানের