হোম > খেলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে শীর্ষে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

লক্ষ্য ১২৯। টি-টোয়েন্টির এই যুগে মামুলি টার্গেট। সেটাকে আরও মামুলি বানিয়ে ফেললেন সাহিবজাদা ফারহান। ঝড়ো ব্যাটিংয়ে খেললেন ৪৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস। আর তাতেই শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল পাকিস্তান। ফারহান ছাড়াও ১৮ বলে ২০ রান করেন সাইম আইয়ুব।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা ৩ ওভারেই তুলে নেন ৩০ রান। ১২ বলে ২২ রান করা মিশারাকে ফেরান ফাহিম আশরাফ। কুশল মেন্ডিস ফিরে যান ৩ রান করে।


জানিথ লিয়ানাগে ও নিসাঙ্কার জুটিতে দল পঞ্চাশ পার হয় লঙ্কানরা। নিসাঙ্কা ১৭ রান করে ফিরলে ভাঙে জুটি। টানা দুই বলে ফিরে যান কুশল পেরেরা ও দাসুন শানাকা। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কানদের ব্যাটিং। এক লিয়ানাগেই অপরাজিত ছিলেন ৩৮ বলে ৪১ রানে।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। ৪ ওভারের কোটায় রান দিয়েছেন মাত্র ১৭। ১টি করে উইকেট নেন সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১২৮/৭ (লিয়ানাগে ৪১*, পেরেরা ২৫, মিশারা ২২; নাওয়াজ ৩/১৬, ফাহিম ১/১৫, সালমান ১/২৬)।
পাকিস্তান : ১৫.৩ ওভারে ১৩১/৩ (ফারহান ৮০*, সাইম ২০; চামিরা ২/২৯, শানাকা ১/১৪)
ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী

মিরপুরে জয়ের মঞ্চ প্রস্তুত

নটিংহ্যামের কাছে হারল লিভারপুল, ন্যু ক্যাম্পে ফিরেই জিতল বার্সা

পাকিস্তানের বোলিং তোপে শ্রীলঙ্কার মামুলি পুঁজি

শততম টেস্ট রাঙালেন মুশফিক

সৌম্যর ডাবল সেঞ্চুরি মিস, মার্শালের সেঞ্চুরি, ইফরান-মুকিদুলের ফাইফার

দিনাজপুরের শিরোপা জয়ের আনন্দ

টেস্ট ব্যাটিং নিয়ে খুশি আশরাফুল

কুলদীপের স্পিনে এগিয়ে ভারত

নিউজিল্যান্ডের কাছে ক্লিন সুইপ ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ