দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার তুঙ্গে নারী ক্রিকেট। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে টালমাটাল চারপাশ। এবার নারী ক্রিকেটে নিরাপদ পরিবেশ ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানালেন নারী ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সাথিরা জাকির জেসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে এক পোস্টে জেসি লিখেন, 'আমরা, বাংলাদেশ নারী ক্রিকেট অ্যাসোসিয়েশন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নিয়ে সাম্প্রতিক আলোচনাগুলো। বিশেষ করে জাহানারা আলমকে ঘিরে যে বিষয়টি উঠে এসেছে, তা পুরো নারী ক্রিকেট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও ভবিষ্যৎ প্রজন্মের অংশগ্রহণকে হুমকির মুখে ফেলতে পারে।'
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিকট কয়েকটি দাবি জানিয়েছে নারী ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেগুলোর মধ্যে অন্যতম হলো- এ বিষয়ে দ্রুত, নিরপেক্ষ ও ভিকটিম-কেন্দ্রিক তদন্ত, নারী সদস্য ও সেফগার্ডিং বিশেষজ্ঞসহ স্বাধীন তদন্ত কমিটি, বাধ্যতামূলক অ্যান্টি-হ্যারাসমেন্ট ও জেন্ডার-সেন্সিটাইজেশন প্রশিক্ষণ এবং তদন্তের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
উল্লেখ্য, কয়েকদিন আগে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে নারী দলের নির্বাচক সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা। এরপরই নড়েচড়ে বসেন দেশের ক্রীড়াঙ্গনের হর্তাকর্তারা। ধারাবাহিকভাবে অভিযোগ করতে থাকেন আরো অনেক ক্রিকেটার।
জাহানারার বিষয়টি তদন্ত করতে ইতিমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। ১৫ দিনের ভেতর তদন্ত প্রতিবেদন জমা দেবার কথা জানিয়েছে তারা। এবার দাবি জানাল নারী ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবার দেখার পালা, বিসিবি দেশের নারী ক্রিকেটের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারে।