নিরাপত্তা নিয়ে ছাড় দিতে নারাজ বাংলাদেশ। এ জন্য ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বিসিবি। কথাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়। তবে সেটা ভারতের মাটিতে নয়, বৈশ্বিক এ আসরের আরেক সহ-আয়োজক শ্রীলঙ্কার মাঠে। ভারতের চাপে বাংলাদেশের যৌক্তিক এই দাবি মানেনি আইসিসি। আইসিসির নেওয়া সিদ্ধান্তটা মানতে পারছেন না রশিদ লতিফ। এমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে বলেছেন তিনি। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন দেশটির সাবেক এ অধিনায়ক।
পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়ে সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তান ও ভারতের ম্যাচ যদি না নয়, অর্ধেক বিশ্বকাপই শেষ। এখনকার ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটা দারুণ একটি সুযোগ। পাকিস্তানের বলা উচিত যে, তারা বাংলাদেশের পাশে আছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাচ্ছে। এখনই উপযুক্ত সময় অবস্থান নেওয়ার। এটা করতে হলে শক্ত মনোবল প্রয়োজন।’
নিরাপত্তা নিয়ে আইসিসির সিদ্ধান্তের সমালোচনামুখর হয়েছেন রশিফ লতিফ। নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে আইসিসির দেওয়া আশ্বাসে সন্তুষ্ট নন তিনি, ‘এটা ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনো ঝুঁকি নেই। বিশ্বের কোনো সংস্থাই বলতে পারে না যে, কোনো বিপদ হবে না- আইসিসি কীভাবে তা বলতে পারে? সবচেয়ে নিরাপদ স্থানেও কেউ এমন নিশ্চয়তা দিতে পারে না। আশা করি, কোনো দলেরই কিছু হবে না।’
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের।