লা লিগার লড়াই জমে উঠেছে। টানা দুই ম্যাচে পয়েন্ট খুইয়ে লড়াই জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। এবার তারা ২-২ গোলে ড্র করল এলচের বিপক্ষে। সব মিলিয়ে টানা তিন ম্যাচে জয় বঞ্চিত মাদ্রিদের দলটি। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে হারের পর লা লিগায় টানা দুই ম্যাচে ড্র করে পয়েন্ট খোঁয়াল তারা।
নিজেদের মাঠে এলচে লড়েছে চোখে চোখ রেখে। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কেউ। অবশেষে দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে এগিয়ে যায় এলচে। সতীর্থের ব্যাকহিল পাস থেকে কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান আলেশ ফেবাস। রিয়াল সমতায় ফেরে ৭৮তম মিনিটে। গোলদাতা হুইসেন।
পাল্টা আক্রমণে ৮৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন আলভারো রদ্রিগেস। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটেই ফের সমতা টানে রিয়াল। বেলিংহ্যামের জোরাল শট এলচের গোলকিপার ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, এমবাপের কাছে থেকে কাটব্যাক পেয়ে জাল কাঁপান বেলিংহাম।
লিগে টানা দুই ম্যাচে হোঁচট খেয়ে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধান এখন একে নেমে এল। ১৩ ম্যাচে ১০ জয়, দুই ড্র ও এক হারে রিয়ালের পয়েন্ট ৩২। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এলচে।