হোম > খেলা

ভারতকে হারানোর অভিন্ন লক্ষ্য কাবরেরার

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরীরা। গত ৩০ অক্টোবর থেকে এ দুটি ম্যাচের জন্য দলের প্রস্তুতি শুরু হয়েছে। তবে এখনো বসুন্ধরা কিংসের ফুটবলাররা ক্যাম্পে যোগ দেননি। ১৫ ফুটবলার নিয়ে চলছে ক্যাম্প। অবশ্য ছুটি কাটিয়ে স্পেন থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা।

আজ জাতীয় স্টেডিয়ামে তার অধীনে জামাল, জায়ানরা অনুশীলন করেছেন। ভারত ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। এরপর এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচ ঘিরে দলের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানালেন কোচ কাবরেরা। বাছাই পর্বে চার ম্যাচে খেলে জয়ের মুখ দেখেনি লাল-সবুজ জার্সিধারীরা। তবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়ের অভিন্ন লক্ষ্য কাবরেরার, ‘এখন লক্ষ্য নেপাল ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং ম্যাচটি জেতা। তবে মূল লক্ষ্য ঘরের মাঠে ভারতকে হারানো।’

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের বাছাইয়ের অভিযান শুরু হয়েছিল বাংলাদেশের। দেওয়ান হামজা চৌধুরীর অভিষেকের ওই ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে। তবে এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ভাবছে না বাংলাদেশ। এই ম্যাচের আগে নেপালের বিপক্ষে জিততে চায় তারা। গত সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিলেন জামালরা।

অবশ্য ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আফগানরা আসছে না। অবশ্য নেপালকেও চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মনে করছেন কাবরেরা। গত ম্যাচে খেলার অভিজ্ঞতার কথা বলেছেন এই স্প্যানিশ কোচ। কাঠমান্ডুতে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিল নেপাল।

আসন্ন ম্যাচেও ভালো খেলতে পারে। আগামী ৯ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। কাবরেরা জানান, নেপাল ম্যাচে হামজাকে কিছুটা সময় খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। তবে এই প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী শমিত সোমকে পাওয়া যাচ্ছে না।

ওয়ানডেতে জয়ে শুরু পাকিস্তানের

বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে আকবর

উৎসবের সঙ্গে নির্বাচনও

এনসিএলে ড্রয়ের দিনে মুশফিকের সেঞ্চুরি

জিম্বাবুয়ের ক্রিকেটে বিরাগভাজন মাদকাসক্ত শন উইলিয়ামস

আবারো নিজেকে সেরা দাবি রোনালদোর

একাদশে নেই মেসি-রোনালদো, ইতিহাসের সর্বকনিষ্ঠ ইয়ামাল

আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দলে নেই কোনো চমক

ব্রাজিল দলে এবারও জায়গা হলো না নেইমারের

বেতন বেড়েছে নারী ক্রিকেটারদের