হোম > খেলা

কোচ হারানোর শোক কাটিয়ে জিতল ঢাকা

স্পোর্টস রিপোর্টার

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেছেন না ফেরার দেশে। কোচকে হারানোর শোক নিয়েই মাঠে নেমেছিল ঢাকা। মাঠে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জয় তুলে নিয়েছে তারা। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে পেয়েছে ৫ উইকেটের জয়। মরহুম মাহাবুব আলী জাকিকে এই জয় উৎসর্গ করেছে ঢাকা ক্যাপিটালস।

সিলেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনের এই ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয় ঢাকা ক্যাপিটালস। শুরুটাও ছিল তাদের দুর্দান্ত। প্রথম বলেই ইমাদ ওয়াসিম ফেরান স্বদেশি সাহেবজাদা ফারহানকে। পাওয়ার প্লেতে রাজশাহী হারিয়ে বসে দুই উইকেট। সাহেবজাদা ফারহানের পর ফেরেন তানজিদ হাসান তামিম। করেন ১৫ বলে ২০ রান।

তামিমের বিদায়ের পর যখন নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী রাব্বি ব্যাটিং করছিলেন, তখনই খবর আসে মারা গেছেন মাহাবুব আলী জাকি। প্রেসবক্সে তখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। দূর থেকে দেখে মনে হচ্ছিল, দুই দলের খেলোয়াড়রা ব্যাপারটা তখনো জানতে পারেননি। তবে ভুল ভাঙেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, ব্যাটিংয়ের সময়ই খবরটা জানতে পেরেছিলেন তারা। শুধু শান্ত নন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময়ই জানতে পারেন মাহাবুব আলী জাকি মারা গেছেন। কষ্টের সেই মৃত্যু সংবাদ বুকে চেপে মাঠে লড়ে ঢাকা।

শুরু থেকে উইকেট হারানো রাজশাহী কোনো বড় জুটি গড়তে পারেনি। ইমাদ ওয়াসিম ও নাসির হোসেনের বোলিং তোপে নিয়মিত বিরতিতে হারায় উইকেট। শান্তর ব্যাটে আসে সর্বোচ্চ ৩৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন দলটির পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ নাওয়াজ। তাতে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩২ রান। ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম ১৬ রানে নেন ৩ উইকেট। নাসির ৩২ রানে শিকার করেন দুই উইকেট।

কোচ মাহাবুব আলী জাকিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ঢাকার ব্যাটিংয়ের আগে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালসরা। স্টেডিয়ামে থাকা জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে মাহাবুব আলী জাকির মৃত্যুর খবর। শোক প্রকাশ করে বিসিবি। এমন শোকাবহ পরিবেশে ঢাকা ম্যাচ জিততে পারবে কি না সেটা নিয়ে ছিল খানিকটা সন্দেহ।

৪২ রানে দুই উইকেট হারিয়ে বসা ঢাকাকে টেনে তোলার দায়িত্বটা নেন তরুণ আব্দুল্লাহ আল মামুন। ৩৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। দলকে জয়ের পথে এগিয়ে দিয়ে আউট হন। তখন মনে হচ্ছিল ঢাকা হয়তো হেরে বসতে পারে এই ম্যাচ। দলকে বিপদে পড়তে দেননি সাব্বির রহমান। ১০ বলে ২১ রানের এক ক্যামিও খেলে নিশ্চিত করে দেন দলের জয়। ৭ বল আর ৫ উইকেট হাতে রেখে নিশ্চিত করেন জয়। রাজশাহীর হয়ে মোহাম্মদ নাওয়াজ ২১ রানে নেন তিন উইকেট।

ম্যাচ শেষে এই জয় মাহাবুব আলী জাকিকে উৎসর্গ করেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। পুরস্কার বিতরণীর মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, তিনি আমাদের কাছে বাবার মতো। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে মিশতেন। হেড মাস্টারের মতো আচরণ করতেন না। বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা তার চলে যাওয়া। তার ও তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তার মৃত্যুর খবর জানার পরও কেন খেলা চালিয়ে গেলেন সেটা নিয়ে মিথুন বলেন, ‘দিনশেষে যেহেতু আমরা মাঠে নেমে গেছি ওখানে তো আমাদের খেলা ফোকাস করা ছাড়া আর কিছুই করার ছিল না। মাঠে আমাদের সেরাটা ম্যানেজ করে কীভাবে সেরাটা দেওয়া যায় সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমি নিশ্চিত ভেতরে ভেতরে সবাই খুবই আপসেট ছিল।’

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী ওয়ারিয়র্স : ১৩২/৮, ২০ ওভার (শান্ত ৩৭, নাওয়াজ ২৬*, ইমাদ ৩/১৬)।

ঢাকা ক্যাপিটালস : ১৩৪/৫, ১৮.৫ ওভার (মামুন ৪৫, সাব্বির ২১*, নাওয়াজ ৩/২১)।

ফল : ঢাকা ক্যাপিটালস ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ইমাদ ওয়াসিম।

ফাইনালে মৌলভীবাজার-খুলনা ও ব্রাহ্মণবাড়িয়া-রংপুর

রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ালো মোহামেডান

জাকির শোকে মুহ্যমান ক্রিকেটাঙ্গন

মাঠেই বুকে ব্যথা, হাসপাতালে মারা গেলেন ক্রিকেট কোচ জাকি

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার কোচ

দুদিনেই শেষ মেলবোর্ন টেস্ট, ১৫ বছর পর অস্ট্রেলিয়ায় জয় ইংল্যান্ডের

সালাহর গোলে শেষ ষোলোতে মিসর, অপেক্ষায় মরক্কো

বোলারদের দাপটের মাঝেও জয়ের পথে ইংল্যান্ড

টিভিতে বিপিএলে ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্সের লড়াই

জাঁকজমক উদ্বোধনী দিনেও আছে ফাঁকফোকর