হোম > খেলা

বয়কট-ওয়াকওভারে প্রথম বিভাগ লিগ শুরু

প্রথম বিভাগ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

মিরপুরে জাঁকজমকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মাঠে গড়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এই ম্যাচে মাঠে নামে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব ও ওল্ড ডিওএইচএস। যে ধরনের জাঁকজমকতার মাধ্যমে উদ্বোধনী ম্যাচ হয়েছে, ঠিক তেমনভাবে হয়নি দিনের অন্য খেলাগুলো। পাঁচ মাঠে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি মাঠে গড়িয়েছে। বাকি তিন ম্যাচ মাঠে গড়ায়নি। সে ম্যাচগুলোয় ছিল ‘বিদ্রোহী’ ক্লাবগুলো। নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে লিগ বয়কট করায় তারা মাঠে উপস্থিত হয়নি। ফলে বাইলজ অনুযায়ী প্রতিপক্ষ দল পেয়েছে ওয়াকওভার। একটি ম্যাচে দুই দলই উপস্থিত হয়নি। ফলে দুই দলই পেয়েছে ওয়াকওভার। ফলে প্রথম রাউন্ডের প্রথম দিন শেষে চারটি দল দ্বিতীয় বিভাগে নেমে গেল।

মিরপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ পুলিশ ক্লাব ও ওল্ড ডিওএইচএস ম্যাচ দিয়ে উদ্বোধন করা হয় প্রথম বিভাগ ক্রিকেট লিগ। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির বেশ কয়েকজন পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিরপুরে যখন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে লিগ শুরু হচ্ছিল তখন পিকেএসপি-২ এবং বিকেএসপি-৩ ও ৪ মাঠে গড়ায়নি খেলা। পিকেএসপিতে বারিধারা ড্যাজলার্সের বিপক্ষে পারটেক্স স্পোর্টিং ক্লাবের মাঠে নামার কথা ছিল। লিগ বয়কট করা পারটেক্স মাঠে না যাওয়ায় ওয়াকওভার পেয়ে দুই পয়েন্ট পায় বারিধারা ড্যাজলার্স। বিকেএসপি তিন নম্বর মাঠে ঢাকা ইউনাইটের মুখোমুখি হওয়ার কথা ছিল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির। লিগ বয়কট করা গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি মাঠে না যাওয়ায় ওয়াকওভার পায় ঢাকা ইউনাইটেড। এই দুই ম্যাচেই বয়কটকারী ক্লাবগুলো মাঠে না গেলেও, প্রতিপক্ষ দল নির্ধারিত সময়েই মাঠে যায়।

বিকেএসপির চার নম্বর মাঠে আম্বার স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হওয়ার কথা ছিল। দুই দলই এবার লিগ বয়কটের ঘোষণা দিয়েছে। ফলে দুই দলই মাঠে যায়নি। ফলে দুই দলই পেয়েছে ওয়াকওভার। দুই দলই ওয়াকওভার পাওয়ায় কোনো পয়েন্ট যোগ হয়নি এই দুই দলের নামের পাশে। তবে অন্য দুই ম্যাচে ওয়াকওভার পাওয়া বারিধারা ড্যাজলার্স ও ঢাকা ইউনাইটেড ওয়াকওভার পেয়ে পূর্ণ দুই পয়েন্ট পেয়েছে।

লিগ বয়কট করা চার দল- পারটেক্স, গাজী টায়ার্স, আম্বার ও কলাবাগান ক্রীড়া চক্র ম্যাচ বয়কট করায় দ্বিতীয় বিভাগে নেমে গেল। প্রথম বিভাগ ক্রিকেট লিগের বাইলজের ১৬.১৫.৪ ধারা অনুযায়ী এই চার ক্লাবকে অবনমিত করে দিয়েছে সিসিডিএম। ম্যাচ বয়কট করায় এই ক্লাবগুলো অবনমিত হয়েছে, সেই তথ্য দিনের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে জানানোর কথা বিসিবির। তবে এখন পর্যন্ত সেই তথ্য জানায়নি বিসিবি। প্রথম বিভাগ থেকে প্রথম দিনেই চারটি ক্লাব অবনমিত হওয়ায় দ্বিতীয় বিভাগ থেকে এবারের মৌসুমে চারটি ক্লাব উঠে আসবে।

ক্লাবগুলো প্রথম রাউন্ডের ম্যাচ বয়কট করে অবনমিত হওয়ায় দ্বিতীয় রাউন্ড থেকে তাদের ছাড়াই করা হবে সূচি। বাইলজ অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের জন্য নতুন করে সূচি প্রকাশ করবে সিসিডিএম। এছাড়া ইতোমধ্যে চারটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ায় বাইলজের ১৬.১৬.৫ ধারা অনুযায়ী প্রথম বিভাগে কোনো রেলিগেশন লিগ আয়োজিত হবে না।

লিগ বয়কটের হুমকি দেওয়া ৪৪ ক্লাবের মধ্যে চারটি দলের খেলা ছিল গতকাল। তারা গতকাল খেলা বয়কট করে মাঠে যায়নি। আজ প্রথম রাউন্ডেও চার দলের মাঠে না যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো হলো- ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, কাকরাইল বয়েজ ও সূর্যতরুণ ক্লাব। তারা যদি খেলা বয়কট করে মাঠে না যায় তাহলে এই ক্লাবগুলোও অবনমিত হবে।

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা

পাকিস্তানের বাংলাদেশ সফর পেছানোর শঙ্কা

দুই কিংবদন্তির মিলনমেলায় মাতল মুম্বাই

রদ্রিগোর গোলে স্বস্তির জয় রিয়ালের

ডাচদের সঙ্গে লড়াইয়ে জাপান ও তিউনিশিয়া

টিভিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ-নেপাল ম্যাচ