ইউরোপের ফুটবলে অম্ল-মধুর একটি রাত দেখলেন দর্শকরা। তিন ভিন্ন লিগে তিনরকম স্বাদ পেলেন দর্শকরা। স্প্যানিশ লা লিগায় শীর্ষে ওঠার আনন্দে মেতেছিল রিয়াল। অন্যদিকে, লিভারপুল ও বায়ার্ন পেয়েছে হারের তিক্ত স্বাদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। বোর্নমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে আউক্সবুর্ক।
ভিয়ারিয়ালের মাঠে খুব একটা দাপুটে ফুটবল খেলতে পারেনি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের দুই গোলে তাদেরকে তিন পয়েন্ট এনে দেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে একটি গোল করেন ফরাসি তারকা, অন্য গোলটি আসে পেনাল্টি থেকে ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। এ নিয়ে চলতি লা লিগায় এমবাপ্পের গোল হলো ২০ ম্যাচে ২১টি। এই জয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেল রিয়াল। ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে তাদের এখন ৫১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৬ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ ৪৯ পয়েন্ট।
প্রিমিয়ার লিগে রক্ষণভাগের দুর্বলতায় হেরেছে লিভারপুল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে লিভারপুল পিছিয়ে পড়ে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ভুলে। ভাসানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ডাচ তারকা। এই সুযোগে বোর্নমাউথকে এগিয়ে নেন ইভানিলসন। অ্যালেক্স হিমেনেজ ব্যবধান দ্বিগুণ করেন ৩৩তম মিনিটে। এরপর দুটি গোল করে সমতা টানেন ফন ডাইক ও ডোমিনিক সোবোস্লাই। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমিন আদলি জালে বল পাঠিয়ে মাতেন জয়ের উল্লাসে।
বুন্দেসলিগার চলতি মৌসুমে প্রথম হারের তিক্ততা পেল বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষদিকে ছয় মিনিটের মধ্যে দুই গোল করে দারুণ এক জয় তুলে নেয় আউক্সবুর্ক। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ১৯তম রাউন্ডে এসে থামল তাদের অপরাজেয় যাত্রা। দুই মৌসুম মিলিয়ে লিগে টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন। ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বায়ার্ন। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে আউক্সবুর্ক। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।