হোম > খেলা

কেন তিন ফুটবলারকে রেখে গেলেন কাবরেরা

স্পোর্টস রিপোর্টার

ভারতের উদ্দেশে বিমান ধরার আগে দলের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করতে পারেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রাথমিক দলে থাকা ২৭ ফুটবলারের মধ্যে ২৪ জনকে নিয়ে ভারতে গেলেন এই স্প্যানিশ কোচ। ক্যাম্পের শুরু থেকে দলে ছিলেন পিয়াস আহমেদ, আরিফ হোসেন ও তাজ উদ্দিন। গত ১৯ মার্চ আনুষ্ঠানিক দলের সংবাদ সম্মেলনের আগে ফটোসেশনেও অংশ নেন তারা। কিন্তু কেন এই তিন ফুটবলারকে রেখে গেলেন কোচ কাবরেরা? এ নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে সৌদি আরবের ক্যাম্প থেকে ইতালি ফেরত গেছেন প্রাথমিক দলে থাকা ফাহামিদুল ইসলাম। এই তরুণ প্রবাসী ফরোয়ার্ডের দল থেকে বাদ পড়ার পর প্রশ্নের সম্মুখীন হন কোচ কাবরেরা। এ ছাড়া ৩৮ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেছিলেন এই কোচ, অনুশীলনে যাচাই না করেই ৮ ফুটবলারকে বাদ দিয়ে দেন তিনি। এবার তিন ফুটবলার রেখে ভারতে ম্যাচ খেলতে যাওয়ায় নতুন করে আলোচনা হচ্ছে। ভারত ম্যাচের আগে ২৩ সদস্যের দল চূড়ান্ত হলে আরো এক ফুটবলার বাদ পড়বেন। আগামী ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে ২৩ সদস্যের দল চূড়ান্ত হবে।

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা