লিটন কুমার দাসকে সবাই চুপচাপ বলেই জানে-চেনে। সংবাদ সম্মেলনে খুব একটা কথা বলেন না। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে সেই লিটনই বললেন অনেক কথা। উগড়ে দিলেন ক্ষোভ। জানলেন, দল নির্বাচনের ক্ষেত্রে তার কোনো মতামত নেয়া হয় না। তাকে যে দল দেওয়া হয় সেটা নিয়েই খেলতে হয় জানিয়ে বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন টি-টোয়েন্টি অধিনায়ক।
শামীম হোসেন পাটোয়ারির সাম্প্রতিক পারফর্ম্যান্স আশানুরূপ নয়া। সবশেষ তিন টি-টোয়েন্টিতে তার রান- ০, ১, ১! তাই আয়ারল্যান্ডের বিপক্ষে বাদ পড়েছেন এই অলরাউন্ডার। শামীমের প্রসঙ্গ আসতেই ভেতরে জমে থাকা আরও অনেক কথা বের হয়ে এলো লিটনের। শামীমের বাদ পড়া প্রসঙ্গটা তুলতেই লিটনের উত্তর, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট অ্যানি নোটিশ।’
এরপর রীতিমতো প্রশ্ন তুললেন দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে, ‘আমি এত দিন জানতাম যে একটা দল যখন মানুষ হ্যান্ডল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে। আমাকে পুরোপুরি বলা হয়েছে নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে, আমাকে যে দলটা দেওয়া হবে, সেই দল নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই।’
‘আমরা চেষ্টা করেছি এত দিন ধরে দলটা গোছানোর জন্য। শামীম কিন্তু একটা সময় ছিল, যে দু-তিনটা সিরিজে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, শামীমের জন্য হতাশাজনক। অধিনায়ক হিসেবেও আমি সরি ছাড়া আর কিছু বলতে পারব না তাকে। কারণ, আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে ১৫টা খেলোয়াড়ই প্রতিদিন পারফর্ম করে দেবে। দু-তিনটা সিরিজে যখন পারফর্ম করবে না, তাকে আমার সমর্থন দেওয়াটা উচিত। আমি সত্যিই সরি যে আমি তাকে সমর্থন দিতে পারিনি।’ – আরও যোগ করেন লিটন।
বোর্ডে লিটনের সিদ্ধান্তের কোনো মূল্য নাই। বোর্ড তাকে মূল্যহীন মনে করে জানিয়ে লিটন আরও বলেন, ‘আমাকে পুরোপুরি বলা হয়েছে নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে, আমাকে যে দলটা দেওয়া হবে, সেই দল নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। আমি এত দিন জানতাম, যখন অধিনায়ক হয় মানুষ, তার দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।’
চট্টগ্রামে আগামীকাল টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এবার দেখার পালা, লিটনের ক্ষোভ, আক্ষেপ একপাশে রেখে কি করতে পারে বাংলাদেশ।