হোম > খেলা

সুযোগ হাতছাড়া করলেন মুল্ডার

স্পোর্টস ডেস্ক

টেস্টের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহটা ব্রায়ান লারার দখলে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রান করেন এই কিংবদন্তি ক্রিকেটার। সে রেকর্ড ভাঙার দারুণ সুযোগ ছিল উইয়ান মুল্ডারের। কিন্তু সে সুযোগ হাতছাড়া করলেন তিনি।

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানের দিকেই এগিয়ে যাচ্ছিলেন মুল্ডার। যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল তার জন্য সাবেক ক্যারিবিয়ান তারকার রেকর্ড ভাঙাটা কেবল সময়ের ব্যাপার। কিন্তু ৬২৬ রানে ৫ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা করেন মুল্ডার। ৩৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

মুল্ডারের ৩৩৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৪৯ চার ও চারটি ছয়ের মারে। নবম ব্যাটার ট্রিপল সেঞ্চুরির পর অপরাজিত থাকলেন মুল্ডার। ৩১তম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকান তিনি।

১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পান তিনি। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৩১১ রানের ইনিংস খেলেন হাশিম আমলা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ ৮২ রান করেন বেডিংহাম। ৭৮ রান আসে প্রিটোরিয়াসের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস: ৬২৬/৫ (ডিক্লেয়ার) (১১৪ ওভার); মুল্ডার ৩৬৭*, বেডিংহাম ৮২, প্রিটোরিয়াস ৭৮; চিভাঙ্গা ২/১১২

চোটে স্মিথ, ভাগ্য খুলল খাজার, সমানে সমান লড়ছে অস্ট্রেলিয়া-ইংলঢ়ান্ড

সুইজারল্যান্ডের চ্যালেঞ্জে কানাডা-কাতার

ক্লাব-বোর্ড দ্বন্দ্বে ‘খুন’ হচ্ছে ক্রিকেট

টিভির পর্দায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও উসমান দেম্বেলে

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী