ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের সূচনা করতে যাচ্ছে নিউজিল্যান্ড। এই টেস্ট নিউজিল্যান্ডের সেরা তারকা কেন উইলিয়ামসনের জন্যেও প্রত্যাবর্তনের। এর আগে জাতীয় দলের হয়ে সবশেষ গত বছরের ডিসেম্বরে মাঠে নেমেছিলেন উইলিয়ামসন। টেস্টে দুঃসময়ে ঘুরপাক খেতে থাকা ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
এই টেস্টে নিঃসন্দেহে সবার নজর থাকবে উইলিয়ামসনের দিকে। ইতোমধ্যেই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর সব ঠিক থাকলে জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে তাকে ফের দেখা যাবে ২০২৬ সালের শেষ দিকে। তাই এই সিরিজেই সমর্থকদের নজর উইলিয়ামসনের দিকে।
নিউজিল্যান্ড ঘরের মাঠে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছে, তবে টেস্টে ঘরের মাঠে তাদের সাম্প্রতিক রেকর্ড ততটা ভালো নয়। শেষ সাতটি হোম সিরিজের মধ্যে মাত্র দুটি জিতেছে কিউইরা, যার মধ্যে একটি দ্বিতীয় সারির দক্ষিণ আফ্রিকার দলের বিপক্ষে। তার ওপর দলের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে। তবুও নিউজিল্যান্ডই সিরিজে ফেভারিট, কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৫ ম্যাচের সবকটিই যে হেরেছে ক্যারিবীয়রা।
এদিকে, নিউজিল্যান্ডে শেষবার তারা টেস্ট জিতেছিল ১৯৯৫ সালে। নিউজিল্যান্ড তাদের শেষ পাঁচটি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, যার মধ্যে ঘরের মাঠে তিনটি ইনিংস ব্যবধানে জয়ও রয়েছে। এবার দেখার পালা, কিউইরা শুভসূচনা করে নাকি ক্যারিবীয়রা ঘুরে দাঁড়ায়।