টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। এ নিয়ে চলছে এখন জোর আলোচনা। এই ডামাডোলের মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগার নেতৃত্বে ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। তবে দলে ডাক পাননি মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফ।
ভারতের চাপে বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেয়নি আইসিসি। নিরাপত্তাশঙ্কায় শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েও সুযোগ পায়নি বিসিবি। অনুরোধ না রেখে উল্টো বাংলাদেশকে ভারতের মাটিতে খেলার আলটিমেটাম দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু ভারতের চাপের কাছে নতি স্বীকার করেনি বাংলাদেশ সরকার। মেনে নেয়নি আইসিসির চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। সংস্থাটির এই সিদ্ধান্তের সমালোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শোনা যাচ্ছিল বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান।
আজ রোববার লাহোরে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক আকিব জাভেদ। এ সময় তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন। সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। তবে এর আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিদ আফ্রিদি, শাদাব খান ও উসমান খানদের।
আগামী ৭ ফেব্রুয়ারি বৈশ্বিক আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচ পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।