হোম > খেলা

টেস্ট ছাড়ার ঘোষণা দিলেন ম্যাথিউস

স্পোর্টস রিপোর্টার

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আগামী মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। গল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেটাই হবে ম্যাথিউসের ক্যারিয়ারের শেষ টেস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ম্যাথিউস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৯ সালের জুলাইয়ে এই গলেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ম্যাথিউসের। এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১১৮টি টেস্ট খেলেছেন। দেশের হয়ে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। ম্যাথিউসের অধীনে বেশকিছু স্মরণীয় জয় পায় লঙ্কানরা। ব্যাট হাতে ২১০ ইনিংসে করেছেন ৮ হাজার ১৬৭ রান।

ব্যাটিং গড় ৪৪.৬২। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৬টি। এছাড়া ৮৬ ইনিংস বল করে নিয়েছেন ৩৩ উইকেট। সবশেষ গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। টেস্ট ছাড়ার ঘোষণা দিলেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন ম্যাথিউস।

ওই বার্তায় ম্যাথিউস বলেন, ‘আমার প্রিয় পরিবার এবং বন্ধুরা, কৃতজ্ঞ হৃদয় এবং অবিস্মরণীয় স্মৃতি নিয়ে ক্রিকেটের সবচেয়ে প্রিয় সংস্করণ টেস্ট থেকে আমার বিদায় জানানোর সময় এসেছে। জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে এই সংস্করণকে বিদায় বলতে চাই। আমি ক্রিকেটের জন্য সবকিছু দিয়েছি। বিনিময়ে ক্রিকেট থেকেও অনেক কিছুই পেয়েছি। এখন আমি যে অবস্থানে সেটা ক্রিকেটের সুবাদে। তবে যখন প্রয়োজন হবে আমাকে সাদা বলের ক্রিকেটের জন্য পাওয়া যাবে।’

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা