আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের তিনটি শহরে ১৪তম সাউথ এশিয়ান (এসএ) গেমস হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে এই গেমস শুরু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আবারও পিছিয়ে যেতে পারে দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে খ্যাত এসএ গেমস। এ প্রসঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর
এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি আমার দেশকে মুঠোফোনে জানান, এসএ গেমস সঠিক সময়ে হচ্ছে কি নাÑসেটি এখনো তারা নিশ্চিত হতে পারছেন না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ ব্যাপারে জানতে পারবেন তারা।
এক বছর পেছালেও পাকিস্তান গেমস আয়োজন করতে পারবে কি না, সেটি নিয়েও সংশয় রয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তান যদি কোনো কারণে গেমস আয়োজনে অপারগতা প্রকাশ করে তাহলে নতুন আয়োজক খুঁজতে হবে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলকে। সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমস আয়োজন করেছিল পাকিস্তান।