হোম > খেলা

‘অভিভাবক হারালাম’

আমিনুল হক

২০১৪ সালের ৫ মার্চ। আমি এবং আমার কিছু সতীর্থ খেলোয়াড় চেয়ারপারসনের গুলশান অফিসে গিয়েছিলাম। আমরা সেই দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যোগদান করি। ওই দিন উপস্থিত ছিলেন বাংলাদেশের আপসহীন নেত্রী খালেদা জিয়া। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া এতটাই খুশি হয়েছিলেন যে, পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে আমার একজন ভাই ফোন দিয়ে বলেছিলেন যে, দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত খুশি হয়েছেন। আমি বক্তব্য দিতে গিয়ে একটি জায়গায় আটকে গিয়েছিলাম। কিন্তু সেদিন আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া পাশ থেকে আমাকে মনে করিয়ে দিয়েছেন, কী বলতে হবে। এই যে একজন দেশমাতা, একজন দেশনেত্রী এবং একজন গণতন্ত্রের যে প্রতীক, তার কাছে তার প্রতিটি কর্মী হচ্ছে সন্তান সমতুল্য।

২০১৬ সালে কাউন্সিলে আমাকে দলের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। আজ অবধি দলের প্রতিটি কর্মসূচিতে আমি আমার প্রিয় নেত্রী খালেদা জিয়া, আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশনা চেষ্টা করেছি। আমাদের প্রিয় নেত্রী খেলোয়াড়দের অসম্ভব পছন্দ করতেন। তিনি আমাকে প্রায়ই বলতেন যে, তোমাকে নিয়ে আমরা আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাব। তিনি একদিন একটি প্রসঙ্গে আমাকে বলেছিলেন যে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি এ দেশের ক্ষমতা চাই না। আমি শুধু চাই আমার দেশের মানুষ তারা যাতে ভালো থাকে। বাংলাদেশের যাতে গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।

আমি এতটুকুই চাই, আমি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করিনি—সেদিন আমি নেত্রীর কথা শুনে আমার চোখ দিয়ে অঝোরে পানি ঝরছিল। আমি তখন এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে, মানুষটি গণতন্ত্রের জন্য, এ দেশের জনগণের জন্য কখনোই কারো সঙ্গে আপস করেনি। আজকে সেই মানুষটি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের বাংলাদেশের অভিভাবক, তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান ছিলেন না, তিনি বাংলাদেশের একজন অভিভাবক। প্রিয় নেত্রীকে আমরা আর কখনো দেখতে পাব না। আমরা তাকে মা বলে আর কখনো সম্বোধন করতে পারব না। প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহপাক যাতে তাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন।

আমিনুল হক (ক্রীড়াবিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিএনপি)

আফগানদের নেতৃত্বে রশিদ খান

শীর্ষে থেকে বছর শেষ আর্সেনালের

মেনিনজাইটিসে আক্রান্ত মার্টিন

শেষ ষোলোতে তিউনিসিয়া, ইতিহাস তানজানিয়ার

চট্টগ্রামে হবে না বিপিএল

রোনালদোর অদ্ভুত গোল, থামল আল নাসরের জয়রথ

টিভির পর্দায় বিগ ব্যাশের ম্যাচসহ আরও যত খেলা

খালেদা জিয়ার চিরবিদায়ে শোকাতুর ক্রীড়াঙ্গন

বুলবুলের স্মৃতিচারণে জ্বলজ্বলে খালেদা জিয়া

সেরা একাদশে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ