দিন কয়েকধরে ক্রিকেট পাড়া উত্তাপ নারী দল নিয়ে। সেখানে আলোচনা হচ্ছিলো দলের ভেতরে থাকা সিন্ডিকেটসহ নানা অভিযোগে। এরই মধ্যে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ক্রিকেটার জাহানারা আলম। সেই অভিযোগের পরই শুরু হয় সমালোচনা। এর মধ্যে বিসিবি জানিয়েছে জাহানারার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর উদ্যোগ নিয়েছে।
জাহানারার অভিযোগের পর সমালোচনার ঝড় ওঠার মধ্যেই মধ্যরাতে বিসিবি এক বিবৃতিতে জানায়, জাহানারার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে।
তারা আরও জানায়, এই তদন্তের ভিত্তিতে বিসিবি পরবর্তী ব্যবস্থা নিবে। এই তদন্ত চলাকালীন অভিযুক্তদের সংবাদমাধ্যমে কোন মন্তব্য না করতে এবং ধারণার উপর ভিত্তি করে কোন মন্তব্য না করার আহবান জানিয়েছে বিসিবি।
তদন্ত কমিটি গঠন করা হলেও সেখানে কাদেরকে রাখা হয়েছে, সে ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি বিসিবি।